নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ সেপ্ঢেম্বর৷৷ সামাজিক ভাতা প্রাপকদের মধ্যে বহু ভূয়ো ভাতা প্রাপক রয়েছেন৷ তাদের খঁুজে বের করছে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর৷ মোট ৪ লক্ষ ১৯ হাজার ভাতা প্রাপক রয়েছেন৷ তাদের মধ্যে এখন পযন্ত ৬০ হাজার ভূয়ো, দপ্তর তা ইতিমধ্যে চিহ্ণিত করতে পেরেছে৷ ২ লক্ষ ৪৩ হাজার ভাতা প্রাপকের নথি যাচাই করে ওই ৬০ হাজার ভূয়ো নাম বের করেছে দপ্তর৷ ফলে, আরোও ভূয়ো ভাতা প্রাপক শীঘ্রই চিহ্ণিত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ৷
পূর্বতন সরকারের আমল থেকে যারা সামাজিক ভাতা পাচ্ছেন তাদের মধ্যে বহু ভূয়ো রয়েছেন এমন অভিযোগ সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরে জমা পরেছে৷ বিজেপি-আইপিএফটি জোট সরকার গঠন হতেই ভূয়ো ভাতা প্রাপকদের খঁুজে বের করা হচ্ছে৷ শিক্ষামন্ত্রীর কথায়, রেশন কার্ড ডিজিট্যাল হয়ে যাওয়ায় ভূয়ো ভাতা প্রাপকদের খঁুজে বের করা সহজ হচ্ছে৷ প্রতিমাসেই ভূয়ো ভাতা প্রাপকদের তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে৷
এক তথ্য তুলে ধরে শিক্ষামন্ত্রী জানান, গত মে মাসে সামাজিক ভাতা প্রকল্পে ২৭ কোটি ৭০ লক্ষ টাকা প্রদান করা হয়েছে৷ জুন মাসে ২৭ কোটি ৬০ লক্ষ টাকা এবং জুলাই মাসে ২৭ কোটি ৪৬ লক্ষ টাকা দপ্তর থেকে প্রদান করা হয়েছে৷ তাতে দেখা যাচ্ছে, প্রতিমাসেই ভাতা প্রদানের পরিমাণ কমেছে৷ তিনি জানান, মে মাসে ৪ লক্ষ ১৭ হাজার ৫৬৫ জন ভাতা পেয়েছেন৷ জুন মাসে তা কমে হয়েছে ৪ লক্ষ ১৬ হাজার ৬৪৬ জন৷ তেমনি জুলাই মাসে আরও কমে হয়েছে ৪ লক্ষ ১৪ হাজার ৬৫৬ জন৷ তাঁর কথায়, এখন পর্যন্ত পরীক্ষা করে দেখা গেছে, সামাজিক ভাতা প্রকল্পে ভাতা প্রাপকদের মধ্যে ১৪৮৬ শতাংশ ভূয়ো নাম রয়েছে৷ বিশেষ করে এনএসএপি কেন্দ্রীয় এই স্কীমে সবচেয়ে বেশি ভূয়ো ভাতা প্রাপক রয়েছে৷ তাঁর দাবি, ভূয়ো ভাতা প্রাপকদের চিহ্ণিত করা হচ্ছে এই খবর ছড়িয়ে পড়তেই অনেকেই ভাতা প্রত্যাহার করেছেন৷ তাঁর কথায়, যখনই ভূয়ো ভাতা প্রাপকদের চিহ্ণিত করা সম্ভব হচ্ছে তখনই ভাতা প্রদানে কিছুটা বিলম্ব করেছে দপ্তর৷ কিন্তু, ভাতা প্রদান সার্বিকভাবে কখনই বন্ধ রাখেনি রাজ্য সরকার৷