BRAKING NEWS

বিজেপির অনুকূলে আরও বড় ঝড় উঠতে চলেছে : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (হি.স.): গত লোকসভা নির্বাচন থেকেও বিজেপির অনুকূলে আর বড় উঠবে বলে বৃহস্পতিবার জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
বৃহস্পতিবার ন্যামো অ্যাপের মাধ্যমে দলীয় কর্মীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী | এদিন তিনি বলেন, ওরা(বিরোধীরা) মনে করছে ২০১৩ থেকে ২০১৪ সালের থেকেও বিজেপির অনুকূলে বড় ঝড় বইতে চলেছে। আর এই ভয়তেই বিরোধী দলগুলি ঐক্যবদ্ধ হয়ে ওঠার চেষ্টা করছে। কারণ এরা ভাবছেন বিজেপির ঝড়ে এদের অস্থিত্ব বিপন্ন হতে পারে। বিরোধী দলগুলি একটার পর একটা ইস্যু উত্থাপন করে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে চাইছে। কিন্তু ভারতবাসীরা প্রতিটি বিষয়ে ওয়াকিবহাল। বিগত সাড়ে চার বছরে কংগ্রেস এবং অন্যান্য বিরোধী দলগুলির মুখোশ খুলে গিয়েছে। প্রথমে জনগণ তাদের ভোট না দিয়ে ক্ষমতাচ্যূত করেছিল। কিন্তু বিরোধী দলের আসনে বসেও তারা নিজেদের কর্তব্য পালনে পুরোপুরি ব্যর্থ হয়েছে। বর্তমান সরকার কয়লা এবং টেলিকম ক্ষেত্রকে দুর্নীতির আওতার থেকে বের করে এনেছেন। এখন টেলিকম সেক্টর দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে। জাতপাতের নির্বিশেষে এই সরকার সবকা সাথ সবকা বিকাশের উন্নয়ন মডেলেই বিশ্বাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *