নয়াদিল্লি ও মুম্বই, ১২ সেপ্টেম্বর (হি.স.): টাকার দামে ফের রেকর্ড পতন। মার্কিন ডলারের সঙ্গে দৌড়ে আবারও পিছিয়ে পড়ল ভারতীয় মুদ্রা। পিছিয়ে পড়ার ক্ষেত্রে সর্বকালীন রেকর্ড গড়েই চলেছে ভারতীয় টাকা। ১ মার্কিন ডলারের তুলনায় সপ্তাহের তৃতীয় দিনই ভারতীয় মুদ্রার মূল্য নেমে দাঁড়াল ৭২.৮৮ টাকায়। টাকার দামে এই পতনের প্রধান কারণ মার্কিন ডলারের বাড়তি চাহিদা এবং ক্রুড অয়েলের মূল্যবৃদ্ধি, এমনই অভিমত ফরেক্স ব্যবসায়ীদের।
চলতি বছরের ১৬ আগস্ট থেকে ভারতীয় মুদ্রার রেকর্ড পরিমাণ পতনের সূচনা হয়। মার্কিন ডলারের তুলনায় রেকর্ড পতন হয় টাকার মূল্য৷ সেই শুরু। পিছিয়ে পড়ার ক্ষেত্রে সর্বকালীন রেকর্ড গড়েই চলেছে ভারতীয় টাকা।নামতে নামতে মঙ্গলবার ভারতীয় মুদ্রার দাম পৌঁছল, ১ মার্কিন ডলার তুলনায় ৭২.৮৮ টাকা।