ইসলামাবাদ, ১২ সেপ্টেম্বর (হি .স.) : স্ত্রীয়ের শেষকৃত্য যোগ দেওয়ার জন্য প্যারোলে মুক্তি পেলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। এছাড়াও প্যারোলে মুক্তি পেয়েছেন নওয়াজের মেয়ে মারিয়াম নওয়াজ এবং জামাই মহম্মদ সফদর। রাওয়ালপিন্ডির আদিলা জেলে থেকে প্যারোলে মুক্তি পেয়েছেন ওই তিনজন।
লাহোরের জাটি উমরায় কবরস্থ করা হবে নওয়াজ শরিফের স্ত্রীকে। প্যাররোলের সময়সীমা বাড়ানো হতে পারে বলে জানা গিয়েছে। মঙ্গলবার প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের স্ত্রী কুলসুম নওয়াজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। লন্ডনের একটি হাসপাতালে প্রয়াত হন তিনি। দীর্ঘদিন ক্যান্সারে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮।
লন্ডনের হার্লে স্ট্রিট ক্লিনিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। নওয়াজ শরিফের ভাই শাহবাজ শরিফ কুলসুমের মৃত্যু সংবাদ দিয়েছেন। ২০১৪-র জুন থেকে কুলসুম ভর্তি ছিলেন লন্ডনের হার্লে স্ট্রিট ক্লিনিকে। ২০১৭-র আগস্টে গলায় ক্যান্সার ধরা পড়ে তাঁর। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে সোমবার রাতে ভেন্টিলেশনে রাখা হয়েছিল।