আগরতলা, ৯ সেপ্টেম্বর, (হি.স.) : আগরতলা বিমানবন্দর থেকে আগরতলা রেলওয়ে স্টেশন হয়ে গোমতী জেলার ত্রিপুরেশ্বরী মন্দির পর্যন্ত ভলবো বাস পরিষেবা চালু করা হবে। এই পরিষেবা চালু করবে রাজ্য সরকারের অধীনস্থ সংস্থা ত্রিপুরা সড়ক পরিবহণ নিগম (টিআরটিসি)।
টিআরটিসি-র এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন নিগমের চেয়ারম্যান দীপক মজুমদার। তবে এখনও এই পরিষেবা চালুর দিনক্ষণ স্থির হয়নি বলেও তিনি জানান। বর্তমানে আগরতলা থেকে ঢাকা হয়ে কলকাতা পর্যন্ত টিআরটিসি-র দুটি ভলবো বাস চলছে।
তিনি আরও জানান, এক মাসেরও কম সময় হয়েছে তিনি নিগমের চেয়ারম্যানের দায়িত্ব হাতে নিয়েছেন, এর মধ্যে তিনি-তিনটি নতুন রুটে দৈনিক বাস পরিষেবা চালু করেছেন। এগুলি হল আগরতলা থেকে খোয়াই জেলা হয়ে ধলাই জেলার কমলপুর পর্যন্ত, আগরতলা থেকে দক্ষিণ জেলার জেলা সদর বিলোনিয়া পর্যন্ত এবং আগরতলা থেকে সিপাহিজলা জেলার বিশ্রামগঞ্জ পর্যন্ত।
তিনি আরও জানান, টিআরটিসি-র বাস পরিষেবাকে আবার আগের গৌরবময় দিনে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে। বিশেষ করে রাজ্যের যে সকল এলাকায় এখন ট্রেন পরিষেবা নেই সেই সব এলাকায় আবার টিআরটিসি-র বাস পরিষেবা চালু করা হবে।
তিনি বলেন, আগে ত্রিপুরার প্রতিটি জেলা ও মহকুমায় টিআরটিসি-র দৈনিক বাস পরিষেবা ও পণ্য পরিবহণের জন্য ট্রাক পরিষেবা ছিল। কিন্তু ১৯৯৩ সালে রাজ্যে বামফ্রন্ট ক্ষমতায় আসার পর থেকে পর্যায়ক্রমে টিআরটিসি-র বাস পরিষেবা বন্ধ হতে থাকে। রাজ্যে বিজেপি-আইপিএফটি সরকার আসার পর আবার টিআরটিসি বাস পরিষেবা চালু করতে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।