BRAKING NEWS

ভোট বয়কট প্রসঙ্গে পাল্টা ফারুক আব্দুল্লার নিন্দায় মুখর রাম মাধব

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (হি.স.) : জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আব্দুল্লার নিন্দায় মুখর হলেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক রাম মাধব। উপত্যকায় পঞ্চায়েত নির্বাচনের আগে রাজনীতি করছেন আব্দুল্লা বলে জানিয়েছেন তিনি।
রবিবার রাম মাধব বলেন, ‘জম্মু ও কাশ্মীরের পঞ্চায়েত এবং স্থানীয় পৌরসভার নির্বাচনের আগে দলীয় স্বার্থে রাজনীতি করছে আব্দুল্লা। রাজ্যবাসী নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুক তা চান না কাশ্মীরের এই নেতা।’
উল্লেখনীয়, গত শনিবার ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুক আব্দুল্লা স্পষ্ট করে দিয়েছেন ৩৫এ এবং ৩৭০ ধারা নিয়ে যতক্ষণ না পর্যন্ত কেন্দ্র স্পষ্ট অবস্থান নিচ্ছে ততক্ষণ পর্যন্ত ভোট বয়কট করবে ন্যাশনাল কনফারেন্স। পঞ্চায়েতের পাশাপাশি লোকসভা এবং বিধানসভা নির্বাচনের ক্ষেত্রেও আগামী দিনে এমন সিদ্ধান্ত নিতে পারে তার দল। এদিন রাম মাধব আরও বলেন, ফারুক আব্দুল্লা কোনওদিন উপত্যকায় গণতন্ত্রকে শক্তিশালী করতে উদ্যোগ নেননি। যখন সেই উদ্যোগ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিয়েছেন তা বানচাল করতে উঠে পড়ে লেগেছেন তিনি। ৩৫এ ধারার জন্য তিনি যদি পঞ্চায়েত নির্বাচন বয়কটই করবেন তবে কেন কার্গিল নির্বাচনে তার দল লড়ল?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *