BRAKING NEWS

ভারত বনধ প্রসঙ্গে কংগ্রেসসহ বিরোধী দলগুলির নিন্দায় মুখর প্রকাশ জাভরেকর

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (হি.স.) : জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে সরব হয়ে সোমবার ভারত বনধের ডাক দিয়েছে কংগ্রেস, এনসিপি, সপা, বামদলগুলি সহ আরও কয়েকটি দল। বিরোধী দলগুলির এহেন আচরণে নিন্দা করেছেন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রী প্রকাশ জাভরেকর।
রবিবার তিনি জানিয়েছেন, বিরোধীদের কোনও নীতি, কৌশল, এজেন্ডা নেই। তারা শুধু চাই ‘মোদী রোকো অভিযান’ করতে। দেশের লোক এদের ভাল রকমই জানে। ২০১৯ সালে আরও বেশি ব্যবধানে আমরা জয়লাভ করব। পাশাপাশি জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রসঙ্গে তিনি জানিয়েছেন, সরকার গোটা বিষয়টির উপর নজর রাখছে। এই নিয়ে শীঘ্রই নীতিগ্রহণ করা হবে। কংগ্রেসের নিন্দায় সরব হয়ে তিনি বলেন, আপনারা সব সময় জিজ্ঞাসা করেন চার বছরে দেশের কি হল। কিন্তু কংগ্রেস বিগত চার প্রজন্ম ধরে কি করেছে তার খতিয়ান বিবেচনা করা দরকার। ইউপিএ সরকারের আমলে মুদ্রাস্ফীতি প্রতি বছর ১০ শতাংশ হারে বৃদ্ধি পেতো। মানুষ সেই সময় চরম ভোগান্তির মুখে পড়েছিল। তারা সব দেখেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *