BRAKING NEWS

অসুস্থ নীতীশের মেডিকেল রিপোর্ট প্রকাশ্যের আনার দাবি তেজস্বীর

পাটনা, ৮ সেপ্টেম্বর (হি.স.) : বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের মেডিকেল রিপোর্ট প্রকাশ্যের আনার দাবি জানালেন আরজেডি নেতা তথা প্রাক্তন ডেপুটি মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব। শনিবার সামাজিক মাধ্যম টুইটারে এই দাবি করেন লালুপুত্র |
সামাজিক মাধ্যম টুইটারে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগের সুরে কটাক্ষ করলেন আরজেডি নেতা তথা প্রাক্তন ডেপুটি মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব। শনিবার টুইটারে তেজস্বী লেখেন, গত সাত দিন ধরে অসুস্থ বিহারের মুখ্যমন্ত্রী। সমস্ত কর্মসূচি বাতিল করা হয়েছে। মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থার খবর জানানোর দাবি জানাচ্ছি। পাশাপাশি মেডিকেল রিপোর্ট প্রকাশ্যে নিয়ে আসার দাবি তোলেন তেজস্বী।
জানা গেছে, গত এক সপ্তাহ ধরে অসুস্থ বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। যার জেরে সরকারের বেশ কয়েকটি কর্মসূচিও বাতিল করা হয়েছে। জনতা দল ইউনাইটেড সুপ্রিমোর এখন কেমন রয়েছেন, সে খবর জানা নেই কারওর। এমনকি এ বিষয়ে তথ্য নেই বিরোধী দল জেডিউ-র অন্দরেও। সে কারণেই কটাক্ষ সুরে নীতীশ কুমারের মেডিকেল রিপোর্ট প্রকাশ্যের আনার দাবি জানালেন আরজেডি নেতা তথা প্রাক্তন ডেপুটি মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব। আসলে এমন দাবি তুলে নীতীশের উপর তেজস্বী রাজনৈতিক চাপ সৃষ্টি করতে চাইছেন বলে মনে করছে আরজেডির শিবির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *