রাজ্যে আসার পথে কয়লা বোঝাই তিনটি ট্রাক আটক চুড়াইবাড়িতে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ সেপ্ঢেম্বর৷৷ ত্রিপুরায় পাচারের মুখে আন্তঃরাজ্য সীমান্তের অসম ভূখন্ডে আট নম্বর জাতীয় সড়কের ওপর চোড়াইবাড়ী পুলিশের হাতে ধরা পড়েছে অবৈধ কয়লা বোঝাই তিনটি ট্রাক৷ সে সঙ্গে দুই ব্যক্তিকে আটক করলেও অন্ধকারের সুযোগে দুজন পালিয়ে গেছে বলে জানিয়েছেন বাজারিছড়া থানার ওসি৷ করিমগঞ্জ জেলার বাজারিছড়া থানার ওসি গৌতম দাস জানান, অসম-ত্রিপুরা ৮ নম্বর জাতীয় সড়ক দিয়ে রবিবার মধ্য রাতে পড়শি রাজ্যে কয়লা পাচার করার ফন্দি রচনা করেছিল এএস ০১- ডিসি- ৫৭৮১, এএস২৪-সি- ৬০৩৯ এবং এএস২৫-এ-৯৮১১ নম্বরের তিনটি ট্রাক৷ তিনি জানান, অসম সীমান্তের চোড়াইবাড়ি পুলিশ গেট অতিক্রম করে ত্রিপুরায় প্রবেশ করার চেষ্টা করছিল ট্রাকগুলি৷ সে সময় পুলিশ তাদের গতিরোধ করে৷ পরে জিজ্ঞাসাবাদে জানা যায়, লরিগুলির উপযুক্ত চালান ও জিএসটির কোনও কাগজপত্র ছিল না৷ তাছাড়া তিনটি ট্রাই ছিল ওভারলোডেড৷ এর ভিত্তিতে কয়লাগুলি অবৈধভাবে পাচার করা হচ্ছে বলে নিশ্চিত হয় তিন ট্রাকসহ এগুলির চালককে আটক করার ব্যবস্থা করতে দুই চালক পালিয়ে যায়৷ তবে, এক চালক আব্দুররৌফ চৌধুরী (৪০) ও তার খালাসিকে আটক করা হয়েছে৷ ধৃত চালকের বাড়ি পাঁচগ্রামে৷ ওসি জানান, আগামীকাল মঙ্গলবার আটক কয়লা বোঝাই ট্রাকগুলি বিক্রয়কর বিভাগের হাতে সমঝে দেওয়ার পাশাপাশি ধৃতদের আদালতে সোপর্দ করা হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *