
এসএসপি (সোপোরে) জাভিদ ইকবাল জানিয়েছেন, মঙ্গলবার সকালে সোপোরে টাউনশিপের সংগ্রামা এলাকায় সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ)-এর ডি/১৭৭ ব্যাটেলিয়নের জওয়ানদের লক্ষ্য করে গ্রেনেড নিক্ষেপ করে সন্ত্রাসবাদীরা| গ্রেনেড হামলায় ৩ জন সিআরপিএফ জওয়ান এবং একজন সাধারণ নাগরিক আহত হয়েছেন| আচমকা হামলা চালানোর পরই সন্ত্রাসবাদীরা পালিয়ে যায়| ঊর্ধ্বতন ওই পুলিশ কর্তা আরও জানিয়েছেন, সন্দেহভাজন জঙ্গিদের খোঁজে গোটা এলাকা ঘিরে চিরুনি তল্লাশি চালানো হচ্ছে|