কাবুল, ৩ সেপ্টেম্বর (হি.স.): আফগানিস্তানের কান্দাহার শহরে পৃথক দু’টি ইম্প্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণে গুরুতর আহত হলেন ৭জন পুলিশ কর্মী। রবিবারের ঘটনা। আফগান ন্যাশনাল পুলিশের ঊর্ধ্বতন এক কর্তা জানিয়েছেন, কান্দাহার শহরের পিডি১৪ এলাকায় পৃথম বিস্ফোরণে আহত হয়েছেন আফগান পুলিশের একজন আধিকারিক। প্রথম বিস্ফোরণের কিছুক্ষণ পরই দ্বিতীয় বিস্ফোরণ হয়, এই ঘটনায় আহত হয়েছেন ছ’জন পুলিশ কর্মী।
প্রাদেশিক গভর্নরের মুখপাত্র জানিয়েছেন, ইলেক্ট্রিক বক্সে আইইডি রাখা ছিল। এখনও পর্যন্ত কোনও জঙ্গি সংগঠন হামলার দায় স্বীকার করেনি। প্রশাসনের আশঙ্কা , হামলার নেপথ্যে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গি সংগঠনের হাত থাকতে পারে।