ওয়াশিংটন, ২ সেপ্টেম্বর (হি.স.) সামরিক ক্ষেত্রে পাকিস্তানের আর্থিক অনুদান বাতিল করল আমেরিকা। প্রায় ৩০০মিলিয়ন মার্কিন ডলারের আর্থিক অনুদান বাতিল করা হয়েছে। সন্ত্রাসবাদ দমনে পাকিস্তানের ব্যর্থতার জন্যই এমন সিদ্ধান্ত নিল ট্রাম্প প্রশাসন।
মার্কিন প্রশাসন সূত্রে খবর জঙ্গিদের মরূদ্যানে পরিণত হয়েছে পাকিস্তান। পর্শী দেশ আফগানিস্তানে প্রায় ১৭ বছর ধরে চলা জঙ্গি বিরোধী অভিযান চালাচ্ছে আমেরিকা। মার্কিন বাহিনী হামলায় চাপে পড়ে বহু জঙ্গিই আশ্রয় নিচ্ছে পাকিস্তানে। আর এর দমনে পুরোপুরি ব্যর্থ পাকিস্তান, সেই কারণে প্রায়
৩০০মিলিয়ন ডলারের আর্থিক সাহা্য্য বাতিল করে দিল পেন্টাগন।
৩০০মিলিয়ন ডলারের আর্থিক সাহা্য্য বাতিল করে দিল পেন্টাগন।জঙ্গি দমন করার শর্তে পাকিস্তানকে এই বিপুল অঙ্কের আর্থিক সাহা্য্য করতে সম্মত হয়েছিলে মার্কিন প্রতিরক্ষা সচিব জিম ম্যাটিস। কিন্তু শেষমেশ তা রদ হয়ে হয়েছে বলে জানা গিয়েছে। দীর্ঘদিন ধরেই পাকিস্তানকে আর্থিক মদত দেওয়ার উপর প্রতিবাদে বারেবারে মুখর হয়েছে মার্কিন কংগ্রেস। দক্ষিণ এশিয়ায় সন্ত্রাসবাদ যে দিনকে দিনকে মার্কিন সামরিক কর্তাদের কাছে মাথা ব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে তা বোঝা গিয়েছে।
প্রায় আড়াই দশক ধরে ভারত বিশ্বমঞ্চ দাবি করে আসছিল যে পাকিস্তান ক্রমাগত সন্ত্রাসবাদীদের মদত দিয়ে আসছে। জঙ্গিদের জন্য মুক্তাঞ্চলে পরিণত হয়েছে পাকিস্তান। উল্লেখনীয় কিছুদিন আগেই পাকিস্তানের রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে। কিন্তু এখনও হাক্কানি নেটওর্য়াক, তালিবান ও লস্কর-ই-তইবা জঙ্গি গোষ্ঠী এখনও সক্রিয়। প্রায় ৮০০ মিলিয়ন মার্কিন ডলার অর্থ সাহায্যের কথা জানিয়েছিল আমেরিকা। প্রথম দফা দেওয়া হবে ৫০০ মিলিয়ন এবং দ্বিতীয় পর্যায় ৩০০ মিলিয়ন। কিন্তু প্রথম দফার মতো দ্বিতীয় দফার আর্থিক অনুদান বাতিল করে দিল আমেরিকা।
