ন্যাক’র তালিকায় রাজ্যের ১১টি কলেজের নেই কোন গ্রেডেশন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ সেপ্ঢেম্বর৷৷ রাজ্যের উচ্চ শিক্ষা ব্যবস্থার হাল উঠে এসেছে ন্যাক প্রদত্ত তালিকা থেকে৷ তাতে বলা হয়েছে, ২২টি কলেজের মধ্যে একটিও ‘এ’ গ্রেড অর্জন করতে পারেনি৷ ‘বি’ গ্রেড পেয়েছে ৮টি কলেজ এবং ‘সি’ গ্রেড অর্জন করেছে তিনটি কলেজ৷ বাকি ১১টি কলেজের হাল এতটাই খারাপ তারা কোন গ্রেড অর্জন করতে পারেনি৷

এবিষয়ে শিক্ষামন্ত্রী রতন লাল নাথ জানিয়েছেন, ন্যাকের তালিকায় সবচেয়ে ভাল অবস্থানে রয়েছে ধর্মনগর কলেজ৷ ‘বি’ গ্রেড অর্জনকারী কলেজগুলিতে রাজ্যের মধ্যে ওই সবচেয়ে ভাল স্কোর করেছে৷ ‘বি’ গ্রেডের তালিকায় পর্যায়ক্রমে রাজ্যের কলেজগুলি হল উইমেন্স কলেজ, এমবিবি কলেজ, রামঠাকুর কলেজ, কমলপুর কলেজ, খোয়াই দশরথ দেব মেমোরিয়াল কলেজ, উদয়পুর নেতাজী সুভাষ মহাবিদ্যালয় এবং বিলোনীয়া ঈশ্বরচন্দ্র মহাবিদ্যালয়৷  ‘সি’ গ্রেড অর্জনকারী কলেজগুলি হল বিবিএমসি, কৈলাসহরে রামকৃষ্ণ মহাবিদ্যালয় এবং ফটিকরয় কলেজ৷

শিক্ষামন্ত্রীর কথায়, পঠন-পাঠন, শিক্ষকদের গুনগত মান, কলেজে ছাত্র-শিক্ষকের উপস্থিতির হার, সামাজিক দায়বদ্ধতা এবং পরিকাঠামোগত বিষয় বিশ্লেষণ করে ন্যাক কলেজগুলিকে গ্রেড দিয়ে থাকে৷ কিন্তু, রাজ্যের ১১টি কলেজের হাল এতটাই খারাপ যে তারা কোন গ্রেড অর্জন করতে পারেনি৷ শুধু তাই নয়, রাজ্যের কোন কলেজ ‘এ’ গ্রেড অর্জনেও ব্যর্থ হয়েছে৷ তবে, কলেজগুলির হাল ফেরাতে এখন সবরকম উদ্যোগ নেওয়া হবে৷ শিক্ষামন্ত্রীর দাবি, সমস্ত কলেজ ন্যাকের তালিকায় ‘এ’ গ্রেডে নিয়ে যাওয়াই রাজ্য সরকারের একমাত্র লক্ষ্য৷

এদিন তিনি জানান, রাজ্যে কলেজগুলিতে বর্তমানে প্রায় ৫০০ শিক্ষকের ঘাটতি রয়েছে৷ এই ঘাটতির জন্য তিনি উপযুক্ত শিক্ষাগত যোগ্যতার অভাবকে দায়ী করেছেন৷  তাঁর কথায়, ১৮২ জন সহকারী অধ্যাপক নিয়োগের জন্য বিজ্ঞাপন দেওয়া হয়েছে৷ কিন্তু, চাহিদা অনুযায়ী সহকারী অধ্যাপক আদৌ মিলবে কিনা, সন্দেহ প্রকাশ করেন তিনি৷

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, রাজ্যের কলেজগুলিতে মোট ৪১ হাজার ৬৮৪ জন ছাত্রছাত্রী রয়েছেন৷ সহকারী অধ্যাপক এবং সহযোগী অধ্যাপক মিলে রয়েছেন ৪৭৫ জন৷ পিজিটি রয়েছেন ২৬২ জন এবং গেস্ট লেকচারার আছেন ২৯২৷

এদিকে, রাজ্যে আরো ৬টি নতুন কলেজ খোলা হবে বলে তিনি জানিয়েছেন৷ তাঁর কথায়, কাকড়াবন, কদমতলা, পানিসাগর, পুরাতন আগরতলা, জিরানীয়া এবং সালেমাতে নতুন কলেজ খোলার উদ্যোগ নেওয়া হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *