নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ আগস্ট৷৷ প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিরোধী দলনেতা মানিক সরকারের ছবিপর সঙ্গে অন্য এক ব্যক্তির ছবি জুড়ে দিয়ে কুরুচিকর মিথ্যা অভিযোগ এনে ফেসবুকে পোস্ট করার জন্য মামলা করা হয়েছে৷
সিপিএম রাজ্য সম্পাদক মন্ডলীর তরফ থেকে রবিবার এক প্রেস বিবৃতিতে এই সংবাদ জানিয়ে বলা হয়েছে, গত ২১ আগস্ট বিরোধী দলনেতা মানিক সরকার সহ সিপিআই(এম) নেতৃবৃন্দ আগরতলায় কেরালার বন্যাদুর্গতদের জন্য ত্রাণ সংগ্রহ করেন৷ সেদিনই সেই ত্রাণ সংগ্রহ অইভযানের একটি ছবির সঙ্গে রোজভ্যালির কর্ণধার গৌতম কুণ্ডুর একটি ছবি সুপার ইম্পোজ করে ‘‘টিম অনুপম পাল’’ এই ফেসবুক পেজ থেকে কুরুচিকর পোস্ট করা হয়৷ তাতে ‘‘ভিখারির ছদ্মবেশে দুই চোর রাস্তায় নেমেছে’’ এই ধরনের কুরুচিকর মন্তব্যও করা হয়৷ সেদিন ত্রাণ সংগ্রহ অভিযানে অংশঘ্রহণকারী আইনজীবী কৌশিক রায় দেববর্মা এই ফসবুক পোস্ট সম্পর্কে অবহিত হয়ে শনিবার পশ্চিম আগরতলা থানায়এই পোস্ট যারা দিয়েছেন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবার দাবি জানিয়েছেন৷ এই পোস্টের অবমাননাকর মন্তব্যগুলি ইচ্ছাকৃত ভাবে মানিক সরকার এবং সিপিআই(এম)’র বিরুদ্ধে কুৎসা রটনা ও চরিত্র হনণের উদ্দেশ্যে করা হয়েছে বলে অভিযোগে বলেছেন তিনি৷
সিপিআই(এম) ত্রিপুরা রাজ্য সম্পাদকমন্ডলীর এই ধরনের কুরুচিকর পোস্টের তীব্র নিন্দা জানাচ্ছে এবং পোস্ট যারা ফেসবুকে দিয়েছে তাদের বিরুদ্ধে যথাযথ আইনী ব্যবস্তা গ্রহণের জন্য রাজ্য প্রশাসনের নিকট দাবি জানাচ্ছে৷
2018-08-27