জাকার্তা, ২৬ আগস্ট (হি.স.) : এশিয়ান গেমসের সুপার সানডে’তে সোনা জয়ের পথে একধাপ এগোল ভারতীয় পুরুষ ও মহিলা তিরন্দাজি দল৷ এদিন চাইনিজ তাইপে দলকে ২৩০-২২৭ ব্যবধানে হারিয়ে ভারতীয় পুরুষ কম্পাউন্ড তিরন্দাজি দল ফাইনালে পৌঁছেছে৷ শেষবার দক্ষিণ কোরিয়ায় আয়োজিত এশিয়ান গেমসে সোনার মেডেল গলায় ঝুলিয়েছিল রজত চৌহান, অভিষেক ভর্মারা৷ দুই তারকার সঙ্গে এবার ভারতীয় পুরুষ তিরন্দাজি কম্পাউন্ড দলে রয়েছেন আমন সাইনি৷ স্বভাবতই সেমিফাইনালের গাঁট পার করে ভারত ফাইনালের টিকিট পাকা করতেই অভিষেক-রজতদের নিয়ে প্রত্যাশা আরও বাড়ল বলা চলে৷ মঙ্গলবার ফাইনালে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে মুখোমুখি হবে ভারত৷
একই দিনে মেয়েদের কম্পাউন্ড তিরন্দাজিতে জয় পেল ভারতীয় মেয়েরা৷ সেমফাইনাল জিতে ছেলেদের মতো তারাও রুপো নিশ্চিত করল৷ সেমিফাইনালে চাইনিজ তাইপেকে ২২৫-২২২ ব্যবধানে হারাল ভারতীয় মহিলা তিরন্দাজি দল৷ ফাইনালে মহিলা দলও খেলবে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে৷ রুদ্ধশ্বাস সেমিফাইনালে শেষ রাউন্ডে জয় ছিনিয়ে নেয় ভারত৷ ভারতীয় মহিলা কম্পাউন্ড দলে রয়েছেন মুসকান কিরার, মধুষ্মিতা কুমারি ও জ্যোতি ভেন্নাম৷