ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ দু’টি টেস্টে দলে পৃথ্বী শ ও হনুমা বিহারী, বাদ পড়লেন বিজয় ও কুলদীপ

মুম্বই, ২৩ আগস্ট (হি.স.) : ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ দু’টি টেস্টে ভারতীয় দল থেকে বাদ পড়লেন ওপেনার মুরলি বিজয়৷ প্রথম দু’টি টেস্টে ব্যর্থ হওয়ায় তাঁকে বাদ দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে৷ টেস্ট দলে পর্যাপ্ত সুযোগ না পেলেও ছেঁটে ফেলা হল স্পিনার কুলদীপ যাদবকেও৷ পরিবর্তে প্রথমবার জাতীয় দলে ঢুকলেন পড়লেন দুই তরুণ ব্যাটসম্যান পৃথ্বী শ ও হনুমা বিহারী৷

বিজয় ও কুলদীপ দু’জনেই নটিংহ্যামে তৃতীয় টেস্টের প্রথম একাদশে জায়গা পাননি৷ বিজয় ভারতীয় দলের প্রথম পছন্দের ওপেনার হলেও এজবাস্টন ও লর্ডসের চার ইনিংসে সাকুল্যে ২৬ রান সংগ্রহ করেন৷ বার্মিংহ্যামের দুই ইনিংসে ২০ ও ৬ রানে আউট হন তিনি৷ লর্ডসের দুই ইনিংসেই খাতা খুলতে পারেননি বিজয়৷ স্বাভাবিকভাবেই ট্রেন্ট ব্রিজে তাঁর জায়গায় শিখর ধাওয়ানকে ফিরেয়ে আনে টিম ম্যানেজমেন্ট৷

প্রথম দু’টি টেস্টে ভারতীয় দলের ব্যাটিং ব্যর্থতার পর পৃথ্বীকে খেলানোর দাবি তুলেছিলেন একাধিক প্রাক্তনরা৷ ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে রান করে চলেছেন ১৮ বছরের তরুণ মুম্বইকর৷ ইন্ডিয়া ‘এ’ দলের হয়েও পৃথ্বীর ব্যাটে রানের ফুলঝুরি৷ ‘এ’ দলের ইংল্যান্ড সফরে গিয়ে প্রস্তুতি ম্যাচ সহ তিনটি শতরান করেন পৃথ্বী (১৩২, ১০২ ও ১৮৮)৷ পরে বেঙ্গালুরুতে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিরুদ্ধে ১৩৬ রানের ঝকঝকে ইনিংস খেলেন তিনি৷ ছন্দে থাকা পৃথ্বীকে টেস্ট দলে যাচাই করার এটাই সঠিক সুযোগ বলে মনে করেন নির্বাচকরা৷

অন্যদিকে কুলদীপকে এজবাস্টনে খেলানোর অনুকূল পরিবেশ থাকলেও টিম ম্যানেজমেন্ট লর্ডসের প্রতিকুল পিচে সুযোগ দেয় তাঁকে৷ মাত্র ন’ওভার হাত ঘোরানোর সুযোগ পেলেও কোনও উইকেট তুলতে পারেননি৷ তবে একদিনের ও টি-২০ সিরিজে ভারতের সেরা বাজি ছিলেন তিনিই৷ পরিবেশ-পরিস্থিতি অনুযায়ী সাউদাম্পটন ও ওভালের শেষ দু’টি টেস্টে বাড়তি স্পিনারের প্রয়োজন নেই মনে করেই তাঁকে স্কোয়াড থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন নির্বাচকরা৷ কুলদীপের জায়গায় টেস্ট দলে একজন বাড়তি ব্যাটসম্যান হিসাবে সুযোগ পান হনুমা বিহারী৷ পৃথ্বী ও হনুমা টেস্ট দলে ঢুকে পড়লেও জাতীয় নির্বাচকরা অদ্ভূতভাবে মুখ ফিরিয়ে থাকেন মায়াঙ্ক আগরওয়ালের দিক থেকে৷ লিস্ট-এ ও ফার্স্ট ক্লাস ক্রিকেট মিলিয়ে ‘এ’ দলের হয়ে ডানহাতি কর্ণাটকী ব্যাটসম্যান শেষ ন’টি ম্যাচে একটি ডাবল সেঞ্চুরিসহ চারটি শতরান ও একটি অর্ধশতরান করেছেন৷ ভূবনেশ্বর কুমারের চোট না সারায় তাঁকে স্কোয়াডের বাইরে রাখা হয়েছে৷

শেষ দু’টি টেস্টের ভারতীয় দল: বিরাট কোহলি (অধিনায়ক), শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, পৃথ্বী শ, চেতেশ্বর পূজারা, অজিঙ্কা রাহানে, করুণ নায়ার, হনুমা বিহারী, ঋষভ পন্ত, দীনেশ কার্তিক, হার্দিক পান্ডিয়া, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, মহম্মদ শামি, ইশান্ত শর্মা, উমেশ যাদব, জসপ্রীত বুমরাহ ও শার্দুল ঠাকুর৷