BRAKING NEWS

স্বাধীনতা দিবস বর্জন, আজ থেকে শুরু রাজ্যের দুই কাগজকলের কর্মচারীদের ২৭ ঘণ্টার অনশন

গুয়াহাটি, ১৪ আগস্ট, (হি.স.) : বুধবারের স্বাধীনতা দিবস বৰ্জন করবেন নগাঁও ও কাছাড় কাগজ কলের বেতনহীন কৰ্মচারীরা৷ তাছাড়া আজ মঙ্গলবার থেকে রাজ্যের এই দুই ভারী উদ্যোগ প্রতিষ্ঠানকে পুনরুজ্জীবিত করা এবং দাবিতে ২৭ ঘণ্টার অনশন কর্মসূচি শুরু করেছেন তাঁরা। অনশন কর্মসূচি আজ বেলা দুটা থেকে শুরু হয়েছে। চলবে আগামীকাল ১৫ আগস্ট বিকেল পাঁচটা পর্যন্ত।

এছাড়া আগামী ১৭ আগস্ট তাঁরা সংশ্লিষ্ট এলাকার জাতীয় সড়কে অবরোধ গড়ে তুলবেন বলে ঘোষণা করেছে কাগজ কল নিগম কর্মচারী ইউনিয়ন৷ এর পরও যদি সরকারের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়া না যায়, তা হলে ইউনিয়নের পদাধিকারীরা অনির্দিষ্টকালের অনশন কর্মসূচি পালন করবেন।

ইউনিয়নের কার্যনির্বাহী সভাপতি এবং সাধারণ সম্পাদক যথাক্রমে ধীরেনচন্দ্র বরা এবং অনন্দ বরদলৈ তাঁদের আন্দোলনের তথ্য দিয়ে জানিয়েছেন, খুব শিগগির তাঁরা আত্মহত্যার অনুমতি চেয়ে এক আবেদনপত্র পাঠাবেন রাষ্ট্ৰপতির কাছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *