কলকাতা, ১১ আগস্ট (হি.স.) : ইন্ডিয়ান ইন্টারস্কুল বাস্কেটবল লিগে চ্যাম্পিয়ন হল লরেটো গার্লস ও ডন বক্সো৷ বালক বিভাগে কলকাতা ইন্টারন্যাশানাল স্কুলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ডন বস্কো পার্ক সার্কাস। আর বালিকা বিভাগে চ্যাম্পিয়ন হয় লরেটো গার্লস৷ মেয়ে ও ছেলেদের ২০টি করে স্কুলটি ইন্টারস্কুল প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল৷ ফাইনালে কলকাতা ইন্টারন্যাশানাল স্কুলকে ৩২-১৬ পয়েন্টে ট্রফি জিতে নেয় পার্ক সার্কাস ডন বস্কো। বালিকাদের বিভাগে চ্যাম্পিয়ন লরেটো গার্লস ১৯-৭ পয়েন্টে পরাজিত করে লা মার্টিনিয়ার ফর গার্লসকে।
দুই বিভাগের চ্যাম্পিয়ন দলের কোচ সুহাস ভট্টাচার্য। স্বাভাবিকভাবেই কোচ সুহাসের জোড়া সাফল্য৷ দুই বিভাগের চ্যাম্পিয়ন্সরা উড়ে যাবে বেঙ্গালুরু৷ এখানে চ্যাম্পিয়ন হয়ে নভেম্বরে জাতীয় ইন্ডিয়ান ইন্টারস্কুল বাস্কেটবল চ্যাম্পিয়নশিপে খেলতে যাবে ডন বক্সো ও লরেটো গার্লস৷ জাতীয় চ্যাম্পিয়ন স্কুলরা ডিসেম্বরে সুইজারল্যান্ডে আন্তর্জাতিক চ্যাম্পিয়নশিপে খেলার ছাড়পত্র পাবে৷