কলকাতা, ১১ আগস্ট (হি.স): ‘বাংলায় বিজেপির অপর একটি ফ্লপ শো।’ শনিবার মেয়ো রোডের বিজেপি যুব মোর্চার সভা নিয়ে এভাবেই কটাক্ষ করল তৃণমূল। অমিত শাহের সভা নিয়ে প্রথম প্রতিক্রিয়া তৃণমূলের তরফে দেওয়া হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এদিন তৃণমূলের টুইটারে লেখা হয় বাংলায় বিজেপির অপর একটি ফ্লপ শো। এর কারণ খুঁজতে বিজেপি নেমে পড়েছে বলেও মন্তব্য করা হয়েছে তৃণমূলের টুইটারে।
শনিবার মেয়ো রোডে সভা করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। সেখানে জনসমাবেশ হয়েছিল ভালই। রাজ্যের বিভিন্ন জেলা থেকে এসেছিলেন বিজেপির নেতা-কর্মী-সমর্থকরা। এদিন তৃণমূলের তরফে কলকাতায় কোনও কর্মসূচি নেওয়া না হলেও, জেলায় জেলায় এনআরসি নিয়ে ধিক্কার দিবসের ডাক দেওয়া হয়েছিল। ধিক্কার দিবসের নামে সমাবেশমুখী গাড়ি জায়গায় জায়গায় থামিয়ে দেওয়া হয় বলে অভিযোগ করেছে বিজেপি। যদিও তৃণমূলের তরফে দাবি করা হয়েছে, বাংলায় বিজেপির অপর একটি ফ্লপ শো।
বিজেপির সভা ফ্লপ হওয়ার কারণ খুঁজতে বিজেপি বেরিয়ে পড়েছে বলেও দাবি করেছে তৃণমূল। সভা ব্ল্যাকআউট করা হয়েছে বলে বিজেপি অভিযোগ করেছে, এমনটাই জানিয়েছে তৃণমূল। তৃণমূলের পাল্টা প্রতিক্রিয়া, ব্ল্যাক আউট আর ব্ল্যাকমেল বিজেপিই করে থাকে। এনিয়ে সাংবাদমাধ্যমকে আক্রমণ করা উচিত নয় বলেও তৃণমূলের টুইটে মন্তব্য করা হয়েছে।