করিমগঞ্জ (অসম), ৮ আগস্ট (হি.স.) : করিমগঞ্জে পরিচয় গোপন করে ভিনধর্মী তরুণীকে প্রেমের ফাঁদে ফেলতে গিয়ে
জনতার হাতে গণধলাইয়ের শিকার হয়েছে দুই যুবক ও এক অভিভাবক। ঘটনা মঙ্গলবার রাতে সংঘটিত হয়েছে করিমগঞ্জ শহরের ঘাটলাইন এলাকায়।
জানা গেছে, করিমগঞ্জ শহর সংলগ্ন এলাকা মুবারকপুরের জনৈক পারুল আহমদ নামের যুবক সোশাল মিডিয়ার মাধ্যমে প্ৰেমের জালে ফেলেছিল শহরের শ্যামাপ্ৰসাদ রোডের এক ভিনধৰ্মী তরুণীকে। সোশাল মিডিয়ার বলেই গতকাল সন্ধ্যারাতে ডেটিং রেখেছিল পারুল। কিন্তু পারুলের দুরভিসন্ধির আঁচ করতে পেয়ে মেয়েটি তার প্ৰতিবেশী কয়েকজন যুবককে বিষয়টি আগেভাগে জানিয়ে রেখেছিল।
ডেটিং অনুযায়ী নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট সময় পারুল তার দুই সাঁকরেদকে সঙ্গে নিয়ে এসেছিল মেয়েটির সঙ্গে দেখা করতে। তারা আসলে স্থানীয় যুবকদের সঙ্গে পারুলবাহিনীর সঙ্গে প্ৰথমে বাকবিতণ্ডা শুরু হয়। এক সময় তার বাকি সাঁকরেদদের ফেলে পালিয়ে যায় পারুল। ইত্যবসরে স্থানীয় যুবকরা পারুলের দুই বন্ধু কবির উদ্দিন এবং মোস্তাফাকে উত্তমমাধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেন। খবর পেয়ে ঘটনাস্থলে কবিরের বাবা উপস্থিত হলে উত্তেজিত জনতা তাঁর ওপরও হামলা করেন। পুলিশ আহতদের উদ্ধার করে করিমগঞ্জ সিভিল হাসপাতালে নিয়ে চিকিৎসা করায়। কিন্তু এ ব্যাপারে কোনও অভিযোগ না পেয়ে তাদের ছেড়ে দিয়েছে পুলিশ।

