গুয়াহাটি, ৮ আগস্ট (হি.স.) : তিনদিনের সফরসূচি নিয়ে আগামী ১৬ আগস্ট অসমে আসছেন লোকসভার স্পিকার সুমিত্রা
মহাজন। সে অনুসারে এদিন গুয়াহাটি পৌঁছে শ্রীমন্ত শংকরদেব কলাক্ষেত্র এবং অসম প্রশাসনিক প্রশিক্ষণ মহাবিদ্যালয়ে অনুষ্ঠেয় কমনওয়েলথ্ পার্লিয়ামেন্ট কনফারেন্সে অংশগ্রহণ করার কথা সুমিত্রা মহাজনের।
এখানে উল্লেখ করা যেতে পারে, ১৬ আগস্ট থেকে অনুষ্ঠেয় কমনওয়েলথ্ পার্লিয়ামেন্ট কনফারেন্সে উত্তর-পূর্বাঞ্চলের সব সাংসদ এবং বিধায়করা অংশগ্রহণ করবেন। এছাড়া আরও কয়েকটি অনুষ্ঠানে যোগদান করবেন লোকসভার অধ্যক্ষ সুমিত্রা মহাজন।
এ খবর দিয়েছেন অসম বিধানসভার অধ্যক্ষ হিতেন্র্থনাথ গোস্বামী। তিনি জানান, অনুষ্ঠেয় সম্মেলনে উত্তরপূর্বের জ্বলন্ত সমস্যাবলির উপর বিস্তারিত আলোচনা হবে। ওই আলোচনার নির্যাসের উপর ভিত্তি করে সমাধানসূত্রও বের করার প্রয়াস চালানো হবে। তাছাড়া গুয়াহাটিতে প্রস্তাবিত ‘স্পিকার রিচ ইনস্টিটিউট’ প্রসঙ্গেও আলোচনা করা হতে পারে। অধ্যক্ষ জানান, এ ব্যাপারে ইতিমধ্যে গত এক বছর আগে লোকসভার অধ্যক্ষের সঙ্গে যাবতীয় কথাবার্তা হয়ে গেছে।

