কলকাতা, ৮ আগস্ট,(হি.স.): আপাতত এক টানা বৃষ্টির হাত থেকে আপাতত মুক্তি পাচ্ছে দক্ষিণবঙ্গ ৷ আলিপুর আবহাওয়া
দফতরের পূর্বাভাস অনুযায়ী, ভারী বৃষ্টি না হলেও বিক্ষিপ্ত হালকা বৃষ্টি চলবেকলকাতাসহ দক্ষিণবঙ্গ জুড়ে ৷ অন্যদিকে, মৎসজীবীদের জন্য আপাতত কোনও সতর্কবার্তা নেই। পশ্চিমবঙ্গ ছেড়ে নিম্নচাপ এখন প্রতিবেশী ছত্তিশগড়ের দরজায় ৷ মৌসুমী অক্ষরেখা পশ্চিমবঙ্গ থেকে সরে গোপালপুর দিয়েএখন অবস্থান করছে বঙ্গোপসাগরে ৷ এর ফলে আগামী দু’দিন উন্নতিহবে আবহাওয়ার ।স্থলভাগে ঢুকে শক্তি হারাচ্ছে গভীর নিম্নচাপ । বালাসোর দিয়ে এখন ওড়িশার স্থলভাগে ঢুকছে নিম্নচাপের মেঘ । সুস্পষ্ট নিম্নচাপটি এখন কোয়েনঝাড়ে অবস্থান করছে । আর তারজেরেই ওড়িশাতে প্রচুর বৃষ্টি হতে পারে তবে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরির সম্ভাবনা । যার ফলে রবিবার থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি ৷
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, জুন মাসে পর্যাপ্ত পরিমাণে বৃষ্টি হয়নি । তাই আগস্ট মাসে বর্ষা দেদার ব্যাটিং করছে । এটা বর্ষার স্বাভাবিক ধরনের বৃষ্টি। এর মধ্যে অস্বাভাবিক কিছু নেই ।যেমন মেঘ জমছে এবং যতক্ষণ মেঘ জমে থাকছে ততক্ষণ বৃষ্টি হচ্ছে পাশাপাশি হাওয়া অফিস এও জানাচ্ছে যে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হয়েছে আর একটি নিম্নচাপ । মঙ্গলবার রাতেইসেটি ক্রমে এগিয়ে গিয়েছে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে । এই সময় এর গতি ছিল ঘণ্টায় ১৭ কিলোমিটার । কলকাতা থেকে যার দূরত্ব ২৬৫ কিলোমিটার । ঠিক এই দূরত্বের কারনেই কলকাতায় এমন ক্ষেপে ক্ষেপে বৃষ্টি হচ্ছে । এটি আজ বিকেলের মধ্যে শক্তি হারিয়ে পরিনত হয়েছে সুস্পষ্ট নিম্নচাপে । যতক্ষণ নিম্মচাপে শক্তি থাকবে ততক্ষণ ভারি বৃষ্টি হবে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর,ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায় ।তাই, উপকূলবর্তী অঞ্চলে সতর্কতা জারি করা হয়েছে ।
বৃহস্পতিবারও কলকাতার আকাশ থাকবে প্রধানত মেঘলা । রাজ্যে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে । বুধবার অবশ্য কলকাতার আকাশ ছিল মেঘলা । আবহাওয়াবিদরাজানান, এদিন রাজ্যে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস । স্বাভাবিক । সর্বনিম্ন,২৬ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস । স্বাভাবিক । বাতাসে অপেক্ষিক আদ্রর্তার পরিমাণ ছিল সর্বোচ্চ৮২ শতাংশ । সর্বনিম্ন, ৭২ শতাংশ । গত চব্বিশ ঘন্টায় কলকাতা ও পাশ্ববর্তী অঞ্চলে বৃষ্টিপাত হয়েছে ১৩ দশমিক ৬ মিলিমিটার ।

