নারদ তদন্তের প্রাথমিক রিপোর্ট হাইকোর্টে জমা দিল সিবিআই

কলকাতা, ৩ আগস্ট (হি.স.): শুক্রবার কলকাতা হাইকোর্টে নারদ কান্ড তদন্তের প্রাথমিক রিপোর্ট জমা দিল সিবিআই । বিচারপতি জয়মাল্য বাগচির আদালতে মুখবন্ধ খামে নারদ তদন্তের অগ্রগতি নিয়ে একটি প্রাথমিক রিপোর্ট পেশ করে সিবিআই । এরপর বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি রবি কৃষান কাপুরের ডিভিশন বেঞ্চ ৬ সপ্তাহের জন্য মামলাটিতে স্থগিতাদেশ দেয় ।

নারদ স্টিং অপারেশনে তৃণমূলের কয়েকজন মন্ত্রী, সাংসদ, বিধায়ক এবং একজন আইপিএস অফিসারের নাম জড়ায় । কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্তের দায়িত্বভার পায় সিবিআই ৷ ঘটনার প্রাথমিক অনুসন্ধানের পরে সিবিআই ১৩ জনের বিরুদ্ধে এফআইআর করে । সেই এফআইআরে নাম রয়েছে তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার এবং কলকাতা পুরনিগমের ডেপুটি মেয়র ইকবাল আহমেদের । অপরূপা এবং ইকবাল এফআইআর থেকে তাঁদের নাম খারিজের জন্য হাইকোর্টে আবেদন জানান । সেই মামলায় শুক্রবার বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি রবি কৃষান কাপুরের ডিভিশন বেঞ্চে সিবিআই তদন্তের প্রাথমিক রিপোর্ট জমা দেয় । সিবিআইয়ের আইনজীবী অমাজিৎ দে আদালতে বলেন, ‘নারদ-তদন্তের জাল সিবিআই নাকি প্রায় গুটিয়ে ফেলেছে । আমরা তিন মাসের মধ্যে নারদ তদন্ত শেষ করব’। তবে অপরূপা পোদ্দারের আইনজীবী রাজদীপ মজুমদার বলেন, ‘সিবিআই তো অনেকদিন ধরেই তদন্ত করছে। অনেকদিন থেকেই রিপোর্ট পেশের কথা বলছে। অথচ এতদিনে প্রাথমিক রিপোর্ট জমা দিল’। তখন সিবিআইয়ের আইনজিবী অমাজিৎ দে বিচারপতিদের জানান, তাঁরা তদন্তের আরও অগ্রগতি নিয়ে রিপোর্ট পেশ কর‍তে চান হাইকোর্টে । তখন বিচারপতি জয়মাল্য বাগচি ৬ সপ্তাহের জন্য মামলাটি স্থগিত করেন ।

সিবিআই এদিন আদালতে জানায়, আইফোনের মাধ্যমে ম্যাথু স্যামুয়েলস স্টিং অপারেশন করেছিলেন, সেটি অ্যাপেলের । এদিকে ফোন থেকে ম্যাথু সমস্ত রেকর্ডিং মুছে দিয়েছিলেন । ফলে সেগুলি উদ্ধার করার জন্য মার্কিন দূতাবাস মারফত ওই মোবাইল প্রস্তুতকারী সংস্থাকে বিষয়টি জানানো হয়েছে । এখনও পর্যন্ত সেখান থেকে কোনও উত্তর আসেনি । সিবিআই উত্তরের জন্য অপেক্ষা করছে । এই তদন্তের আরও অগ্রগতি নিয়ে ফের একটি রিপোর্ট কিছুদিনের মধ্যে জমা দেবে বলে শুক্রবার জানায় সিবিআই ।