এসডিএম অফিসে অগ্ণিকান্ডের সুষ্ঠু তদন্তের নির্দেশ উপমুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ আগস্ট৷৷ অমরপুর এসডিএম অফিসে অগ্ণিকান্ডের ঘটনার খোঁজ খবর নিতে ঘটনাস্থলে গেলেন উপমুখ্যমন্ত্রী যিষ্ণু দেববর্মা৷ তিনি সেখানে গিয়ে পুলিশের পদস্থ আধিকারীক এবং মহকুমা প্রশাসনের আধিকারীকদের সাথে আলোচনা করেছেন৷ অগ্ণিকান্ডের বিষয়ে বিস্তারিত তথ্য নিয়েছে৷ অভিযোগ উঠেছে এটি কোন দুর্ঘটনাজনিত অগ্ণিকান্ড নয়, এটি নাশকতামূলক হতে পারে বলে আশঙ্কা৷ এই প্রেক্ষিতে উপমুখ্যমন্ত্রী সংশ্লিষ্ট আধিকারীকদের নির্দেশ দিয়েছেন সুষ্ঠু তদন্ত করে দেখার জন্য৷
প্রসঙ্গত, মঙ্গলবার গভীর রাতে অমরপুরের এসডিএম অফিসে অগ্ণিকাণ্ডের রহস্য ক্রমশ ঘণীভূত হচ্ছে৷ নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে এবং অনেক গোপন ফাইলপত্র পুড়িয়ে ফেলার জন্য ঘটনা বলে অনুমান করা হচ্ছে৷ স্থানীয় সূত্রে জানা গেছে, এই অগ্ণিকাণ্ডের বিষয়ে এসডিএম অরুণ রায়ের ভূমিকা নিয়েও সংশয় দেখা দিয়েছে৷ এই অগ্ণিকাণ্ডের বিষয়ে সমস্ত তথ্য বের করা এবং এই অগ্ণিকাণ্ডের কারণ সম্পর্কে এক উচ্চপর্যায়ের তদন্তের দাবি উঠেছে৷ উল্লেখ্য, মঙ্গলবার আনুমানিক রাত ১১ টা ২০ মিনিট নাগাদ অমরপুর এসডিএম অফিসে আগুন লাগে৷ আগুনের লেলিহান শিখা দেখে আশপাশের স্থানীয় বাসিন্দারা দ্রুত দমকল বাহিনীকে খবর দেন৷ খবর পাওয়া মাত্রই দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে৷ কিন্তু আগুনের লেলিহান শিখা বাড়তে থাকায় কিছুতেই দমকলের একটি ইঞ্জিন আগুন আয়ত্বে আনতে পারছিল না৷ তখন খবর পেয়ে দমকলের আরও তিনটি ইঞ্জিন আসে৷ কিন্তু তথক্ষণে অফিসের প্রায় ৯০ শতাংশ পুড়ে গিয়েছিল৷ আগুনে পুড়ে ছাই হয়ে যায় গুরুত্বপূর্ণ নথিপত্র৷