বুধবার সনিয়া গান্ধির সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

নয়াদিল্লি, ১ আগস্ট (হি.স.) : বুধবার বিকেলে দিল্লিতে ইউপিএ চেয়ারপার্সন সনিয়া গান্ধির সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধিরও থাকার কথা।

জানা গেছে, আগামী ১৯ জানুয়ারি ব্রিগেডের সমাবেশে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানাতে পারেন তৃণমূলনেত্রী। মঙ্গলবার মুখ্যমন্ত্রী বলেন, আগামী ২০১৯ লোকসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে। মঙ্গলবার এনসিপি নেতা শরদ পাওয়ারের সঙ্গে বৈঠক করেন তিনি। পাওয়ারকে ব্রিগেডের সমাবেশে আমন্ত্রণ জানিয়েছেন তিনি। বৈঠক করেন রাম জেঠমালানির সঙ্গেও। সেখানে উপস্থিত ছিলেন শত্রুঘ্ন সিনহা ও যশবন্ত সিনহা। এই তিনজনকেও তিনি ব্রিগেডের সমাবেশে আমন্ত্রণ জানিয়েছেন।