BRAKING NEWS

রায়গড়ে বাস দুর্ঘটনা, এখনও পর্যন্ত ৩০টি দেহ উদ্ধার

রায়গড়, ২৯ জুলাই (হি.স.): মহারাষ্ট্রের রায়গড় জেলায় বাস দুর্ঘটনার পর কেটে গিয়েছে দীর্ঘ সময়। জোর তৎপরতায় চলছে উদ্ধারকাজ, এখনও পর্যন্ত উদ্ধার হল ৩০টি দেহ। দুর্ঘটনাস্থলে রয়েছে ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স (এনডিআরএফ) ও পুলিশ। এনডিআরএফ-এর ডেপুটি কমান্ড্যান্ট ভৈরবানাথান জানিয়েছেন, উদ্ধারকাজ আপাতত অব্যাহত থাকবে, কারণ আরও তিনটি দেহ এখনও পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি। বাসের নিচে আরও দেহ আটকে রয়েছে কি না, তাও নিশ্চিত করতে হবে।

সপ্তাহান্তে শনিবার মহাবালেশ্বরে পিকনিক করতে যাচ্ছিলেন কোঙ্কন কৃষি বিদ্যাপীঠের ৩৪ জনের দল। রায়গড় জেলায় আম্বেনালি ঘাটের কাছে আচমকাই তাঁদের লাক্সারি বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ৫০০ ফুট গভীর খাদে পড়ে যায়। ভয়াবহ দুর্ঘটনায় ‘অভিশপ্ত’ ওই বাসের ৩৪ জন যাত্রীর মধ্যে ৩৩ জনেরই মৃত্যু হয়েছে। সৌভাগ্যবশত প্রাণে বেঁচে গিয়েছেন শুধুমাত্র একজন যাত্রী। রবিবার সকালে এনডিআরএফ-এর তরফে জানানো হয়েছে, এখনও পর্যন্ত উদ্ধার হয়েছে ২৫টি দেহ। উদ্ধারকাজ অব্যাহত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *