BRAKING NEWS

দেশের শিল্পপতিদের সঙ্গে প্রধানমন্ত্রীর সখ্যতা নিয়ে পাল্টা তোপ কংগ্রেসের

নয়াদিল্লি, ২৯ জুলাই (হি.স.) : দেশের শিল্পপতিদের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতার জন্য বরাবরই বিরোধীদের আক্রমণের মুখে পড়তে হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। কিন্তু শিল্পপতিদেড় সঙ্গে দেখা করার প্রসঙ্গে বিরোধীদের তোলা ইস্যুগুলিকে পাত্তা দিতে নারাজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের উন্নয়নে শিল্পপতিদের উল্লেখজনক ভূমিকা রয়েছে বলে দাবি করেন প্রধানমন্ত্রী। এদিকে ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে তোপ দাগেন কংগ্রেস নেতা মণীষ তিওয়ারি। রবিবার লখনউয়ে একাধিক প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, মহাত্মা গান্ধী উদ্যোগপতি বিড়লার সঙ্গে দেখা করতে কখনও পিছুপা হননি। কিছু লোক রয়েছে যারা শিল্পপতিদের সঙ্গে ছবি তুলতে চান না। কিন্তু পর্দার আড়ালে দেখা করেন। এর প্রেক্ষিতে মণীষ তিওয়ারি বলেন বেসরকারী উদ্যোগ এবং বেসরকারী পুঁজি দেশের উন্নয়নে বৈধ জায়গা রয়েছে। কিন্তু আমরা ‘ক্রোনি ক্যাপিটালিস্টদের’ বিরুদ্ধে। যাদের সঙ্গে স্যুট ও বুটের সরকারের মিল রয়েছে। স্যুট ও বুটের সরকার কয়েকজনের জন্য বহু মানুষকে জীবনকে নষ্ট করেছে। প্রসঙ্গত, এদিন ৬০,০০০ কোটি টাকার ৮১টি প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শিল্পপতিদের ঋণ মকুব নিয়ে কেন্দ্রীয় সরকারের নিন্দায় বরাবরই সরব বিরোধীরা। মেহুল চোকসি এবং নীরব মোদীর সঙ্গে প্রধানমন্ত্রী সখ্যতা নিয়েও বিরোধীরা প্রশ্ন তুলেছেন বিরোধীরা। আজকের সভা থেকে এরই জবাব দিলেন প্রধানমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *