নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮শে জুলাই ৷৷ সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে- গৃহমন্ত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বেশ কিছু সিদ্ধান্ত
নিয়েছেন৷ এর মধ্যে উল্লেখযোগ্য বিষয় ছিল নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সদস্যদের স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান৷ ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী তথা রাজ্যের গৃহমন্ত্রী বিপ্লব কুমার দেব রাজ্যের নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সদস্যদের প্রতি আহ্বান রেখেছিলেন তারা যেন হিংসার পথ ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসে৷ এক্ষেত্রে সরকার তাদের সম্পূর্ণভাবে সহায়তা করবে৷
সেই আহ্বানে সাড়া দিয়ে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের বেশ কিছু সদস্য আত্মসমর্পণ করেন৷ তার মধ্যে উল্লেখযোগ্য হল এটিটিএফ মহিলা সুপ্রিমো কাজল দেববর্মার আত্মসমর্পণ৷ রাজ্য পুলিশের গোয়েন্দা শাখা সূত্রের খবর, সিধাই মোহনপুর এলাকার কোথাও আত্মগোপন করে ছিলেন তিনি৷ তবে কোন ধরণের অস্ত্র ছাড়া আত্মসমর্পণ করায় বিভিন্ন মহলে এ নিয়ে জোর চর্চা শুরু হয়েছে৷
এদিকে জানা গেছে, ত্রিপুরা রাজ্যের নিষিদ্ধ জঙ্গি সংগঠন অল ত্রিপুরা টাইগার ফোর্স (এটিটিএফ) -এর মহিলা সুপ্রিমো কাজল দেববর্মা এক সময়ের ত্রাস সৃষ্টিকারী এটিটিএফ-এর স্বঘোষিত সুপ্রিমো রঞ্জিত দেববর্মার স্ত্রী৷ বাংলাদেশ থেকে ভারতীয় ভূখন্ডে অনুপ্রবেশের সময় ধৃত রঞ্জিত দেববর্মা বেশ কয়েক বছর বিচারবিভাগীয় হেফাজতে ছিলেন৷ এর পর এখন স্বাভাবিক জীবন যাপন করছেন তিনি৷ বর্তমানে রঞ্জিত দেববর্মা পশ্চিম জেলার অন্তর্গত মোহনপুর এলাকায় তার নিজ বাড়িতে রয়েছেন৷ তার স্ত্রী কাজল দেববর্মা ও মেয়ে সিজান দেববর্মা মায়নমারের জঙ্গলে জঙ্গি শিবিরে থাকার বিষয় নিয়ে তিনি চিন্তিত ছিলেন৷
তারাও গোলা-বারুদ ও জঙ্গলের জীবন ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে ভারতের অন্য সব সাধারণ নাগরিকদের মতো জীবনযাপন করতে চান বলে তিনি কিছুদিন আগে সাংবাদিকদের জানিয়েছিলেন৷ এর আগে স্ত্রী ও কন্যা যাতে দ্রুত স্বাভাবিক জীবন ফিরে আসতে পারে এর জন্য রঞ্জিত নিজে ত্রিপুরার সাবেক মুখ্যমন্ত্রী মানিক সরকার এবং বর্তমান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের কাছে লিখিত আবেদন জানিয়েছিল৷ তিনি এও আশা প্রকাশ করেছিলেন, দ্রুত স্ত্রী ও কন্যাকে স্বাভাবিক জীবনে নিয়ে আসার জন্য সরকার উদ্যোগ গ্রহণ করবে৷ তারা ফিরে এলো তাদের নিয়ে সুখে জীবনযাপন করতে পারবেন তিনি৷
রঞ্জিত দেববর্মা সে সময় সাংবাদিকদের জানিয়েছিলেন, মায়ানমারের জঙ্গলে জঙ্গি শিবিরে এটিটিএফ সংগঠনের ৬০ জনের বেশি সদস্য রয়েছে৷ এটিটিএফ ছাড়াও নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন এনএলএফটি এবং উত্তর-পূর্বাঞ্চলের অন্য রাজ্যের আরও কিছু জঙ্গি সংগঠনের সদস্যরা এক সঙ্গে শিবিরে রয়েছে৷ এটিটিএফ এবং এনএলএফটি-র অন্য সদস্যরাও স্বাভাবিক জীবনে ফিরে আসতে আগ্রহী বলেও রঞ্জিত ইঙ্গিত দিয়েছিলেন৷
2018-07-29

