BRAKING NEWS

হাতির হানায় আতঙ্ক ছড়িয়েছে মাদারিহাটে

রাঙ্গালিবাজনা, ২৮ জুলাই (হি.স.) : লাগাতার হাতির হানায় আতঙ্ক ছড়িয়েছে আলিপুরদুয়ারের মাদারিহাট রেঞ্জের খয়েরবাড়ি বনাঞ্চল লাগোয়া ৪-৫টি গ্রামে। শুক্রবারও গভীর রাতে খয়েরবাড়ি বনাঞ্চল লাগোয়া ইসলামাবাদ গ্রামে একটি দলছুট দাঁতাল ঢুকে পড়ে। হাতির হামলায় ক্ষতিগ্রস্ত হয় দুটি বাড়ি। শনিবার বনদফতরের তরফে ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

গ্রামবাসীরা জানান, লাগাতার হাতির তাণ্ডবে চাষবাস করাই মুশকিল হয়ে পড়েছে। এর আগে অন্য একটি দলছুট হাতির হানায় বেশ কয়েকজন গ্রামবাসী জখম হয়েছেন। মৃত্যুও হয়েছে এক গ্রামবাসীর।এ প্রসঙ্গে বনদপ্তরের মাদারিহাটের রেঞ্জার খগেশ্বর কার্জি জানান, ক্ষতিগ্রস্ত পরিবার আবেদন করলে সরকারি নিয়ম মেনে ক্ষতিপূরণ দেওয়া হবে। হাতির হানা ঠেকাতে বনকর্মীরা প্রাণপণ চেষ্টা চালাচ্ছেন বলে জানান রেঞ্জার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *