কলকাতা, ২৭ জুলাই (হি.স.): ‘মুখমন্ত্রী বাংলায় দুর্নীতিকে প্রশয় দেন’,বলে শুক্রবার মন্তব্য করলেন বিজেপির রাজ্যসভার সাংসদ রূপা গঙ্গোপাধ্যায় । তিনি বলেন, ‘উনি হাওয়াই চপ্পল নেতার মতো ব্যবহার করেন, কিন্তু আদতে তিনি তা নন। উনি বাংলায় দুর্নীতিকে প্রশয় দেন’।
বৃহস্পতিবার বিধানসভায় পাস হয়েছে লোকায়ুক্ত বিল ২০১৮। একপ্রকার বিলের বাইরে রাখা হয় মুখ্যমন্ত্রীকে । বিরোধিতা ও ডিভিশনাল ভোটাভুটির মধ্য দিয়ে পাস হয় বিলটি । আর এই নিয়েই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া সমালোচনা করেন রূপা । রাজ্যের লোকায়ুক্ত বিলে রয়েছে, মুখ্যমন্ত্রী বাদে রাজ্যের যে কোনও নেতা বা মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির তদন্তে মুখ্যমন্ত্রীর অনুমতি লাগবে । কিন্তু, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কোনও দুর্নীতির অভিযোগ উঠলে কোনও তদন্ত করা যাবে না । ওয়েস্ট বেঙ্গল লোকায়ুক্ত বিল, ২০১৮-এর পুরোনো আইনের ৮এ ধারা সংশোধনের কথা ছিল । তাতে বলা হয়েছে সরকারি কাজে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে লোকায়ুক্তের মাধ্যমে তদন্ত করা যাবে না । পাশাপাশি মন্ত্রিসভার কোনও সদস্য বা সরকারি কর্মচারীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠলে লোকায়ুক্তের মাধ্যমে তদন্ত করতে হলে সরকারের কাছ থেকে সম্মতি নিতে হবে । যে ৫৮টি দফতর পাবলিক অর্ডারের বাইরে আছে ওই দফতরগুলির ক্ষেত্রে কোনও মন্ত্রীকে প্রশ্ন করতে হলে তা সরকারের কাছ থেকে অনুমতি নিতে হবে । এছাড়া ওই দফতরগুলির বিষয়ে মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করতে হলে বিধানসভার দুই তৃতীয়াংশের সমর্থন লাগবে । এই অংশগুলির জন্যই ক্ষোভ প্রকাশ করেছিল বিরোধীরা । আজ এই বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন রূপা গঙ্গোপাধ্যায় । তিনি বলেন, ‘ওনার ভাইপো ও ভাইদের বাড়ি দেখুন । দেখন তাঁদের কত সম্পত্তি রয়েছে । আপনি বলতে পারবেন না যে মুখ্যমন্ত্রী এসব জানেন না । উনি রাজ্যে দুর্নীতিকে প্রশ্রয় দেন’।