ইসলামাবাদ, ২৬ জুলাই (হি.স.): পাকিস্তানের সাধারণ নির্বাচনের ফলাফল আনুষ্ঠানিক ভাবে ঘোষণা হবে বৃহস্পতিবার। সময় যত এগোচ্ছে ততই স্পষ্ট হচ্ছে প্রধানমন্ত্রীত্বের দাবিদার। এখনও পর্যন্ত যা ট্রেন্ড, তাতে মনে হচ্ছে একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে পাকিস্তানের সরকার গড়ার দিকেই এগোচ্ছে ইমরান খানের তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। ম্যাজিক সংখ্যা ১৩৭-এর চেয়ে যা সামান্যই দূরে। এযাবৎ ২৭২টি ন্যাশনাল অ্যাসেম্বলি আসনের মধ্যে ১১৯টি আসনেই এগিয়ে রয়েছে ইমরানের দল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)।
জেলবন্দি-পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ় শরিফের দল পিএমএল-এন ৬১টি আসনে এগিয়ে। বিলাবল ভুট্টোর পিপিপি এখনও আটকে ৪০-এ। তবে, প্রাদেশিক আইনসভাগুলির মধ্যে পঞ্জাব কার দখলে থাকবে তা এখনও স্পষ্ট নয়। বুধবার রাত পর্যন্ত এখানে পিএমএল-এন এগিয়ে থাকলেও সকালের পর হিসেব বদলাচ্ছে সেখানে। সিন্ধুপ্রদেশে এগিয়ে পিপিপি, খাইবার পাখতুনখোয়ায় পিটিআই। গণনা শেষ হয়েছে মাত্র ৪৭ শতাংশ আসনের। এখনও বাকি অনেক আসনের হিসেব।
উল্লেখ্য, ৩৪২ আসনের পাক ন্যাশনাল অ্যাসেম্বলিতে সরাসরি ভোট হয় ২৭২টি আসনে। ৭০টি আসন সংরক্ষিত থাকে মহিলা ও সংখ্যালঘুদের জন্য, যেগুলি ভোটে জেতা আসনের আনুপাতিক হারে বণ্টিত হয় দলগুলির মধ্যে। মোট আসনের নিরিখে সরকার গড়তে ১৭২টি আসন দরকার। যার অর্থ, ভোট-হওয়া ২৭২টি আসনের মধ্যে ১৩৭টি জিতলেই সরকার গড়া যাবে।