নয়াদিল্লি, ২৬ জুলাই (হি.স.): কার্গিল বিজয় দিবসের ১৯-তম বার্ষিকীতে শহিদ জওয়ানদের প্রতি কুর্নিশ জানালেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| শুধু প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতিই নন, বৃহস্পতিবার কার্গিল যুদ্ধে নিহত জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত, কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারমণ, নৌসেনা প্রধান সুনীল লানবা এবং বায়ুসেনা প্রধান বীরেন্দ্র সিং ধানোয়া প্রমুখরা| বৃহস্পতিবার সকালে টুইট করে রাষ্ট্রপতি লিখেছেন, ‘দেশের সশস্ত্র সেনাদের কার্গিল বিজয় দিবসে অভিনন্দন| শহিদদের বলিদানকে দেশের প্রত্যেক নাগরিক সম্মান জানায়| শহিদদের পরিবারের পাশে আছি|’ বৃহস্পতিবার সকালে পরপর টুইট করে বীর সেনাদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| টুইট করে প্রধানমন্ত্রী লিখেছেন, ‘অপারেশন বিজয় চলাকালীন যারা দেশের জন্য লড়েছেন, প্রত্যেককে শ্রদ্ধা| দেশেব বীর জওয়ানরা আমাদের নিশ্চিত করেছে, ভারত সুরক্ষিত আছে| যারা শান্তিভঙ্গ করতে এসেছিল, তাদের যোগ্য জবাব দিয়েছে| গর্বের সঙ্গে দেশ এই বলিদান মনে রাখবে|’ অপর একটি টুইটে প্রধানমন্ত্রী লিখেছেন, ‘অপারেশন বিজয় চলাকালীন দেশকে রাজনৈতিক নেতৃত্ব দিয়েছেন অটলজি| সামনে থেকে লড়েছেন তিনি| যুদ্ধক্ষেত্রে জওয়ানদের পাশে থেকেছেন সব সময়| বিশ্বের কাছে সুন্দরভাবে ভারতের গরিমা তুলে ধরেছেন|’
কার্গিল বিজয় দিবসের ১৯-তম বার্ষিকীতে, দিল্লিতে সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত, কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারমণ ও সমস্ত সশস্ত্র বাহিনীর প্রধানরা অমর জ্যোতি জওয়ানে কার্গিল যুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেছেন| জম্মু ও কাশ্মীরের দ্রাস সেক্টরেও এদিন পালিত হয় কার্গিল দিবস| দ্রাস সেক্টরে শহিদ জওয়ানদের শ্রদ্ধা জানান, নর্দার্ন আর্মি কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল রণবীর সিং|