নয়াদিল্লি ও পাটনা, ২৪ জুলাই (হি.স.): সরকারি অনুদানপ্রাপ্ত বিহারের মুজাফফরপুরের একটি হোমে ধর্ষণ ও খুনের ঘটনায় মঙ্গলবারও উত্তাল বিহারের রাজনীতি| এবার রেশ পৌঁছে গেল দিল্লিতেও| মুজাফফরপুরের শেল্টার হোমে ধর্ষণ ও খুনের ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানালেন রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) নেতা তেজস্বী যাদব| পাশাপাশি নক্ক্যারজনক এই ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন কংগ্রেস সাংসদ রণজিত্ রঞ্জনও| মঙ্গলবার সংসদের নিম্নকক্ষ লোকসভায় বিহারের সুপৌল কেন্দ্রের কংগ্রেস সাংসদ রণজিত্ রঞ্জন বলেছেন, মুজাফফরপুরের শেল্টার হোমে ধর্ষণের ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানাচ্ছি| তিনি আরও জানিয়েছেন, ‘তদন্ত শেষ না হওয়া পর্যন্ত, নাবালিকাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে|’ অন্যদিকে, লোকসভায় আরজেডি সাংসদ জয়প্রকাশ নারায়ণ বলেছেন, ‘এই ধরনের ঘটনা দেশের কাছে লজ্জাজনক|’
মুজাফফরপুরের শেল্টার হোমে ধর্ষণের ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানিয়েছে লালু-পুত্র তেজস্বী যাদব| মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তেজস্বী বলেছেন, ‘এই মামলার সঙ্গে জড়িতদের সহায়তা করছে নীতীশ কুমার সরকার| আদালতের নির্দেশেই মাটি খোঁড়ার কাজ চলছে| বিরোধীরা এই ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানাচ্ছে|’ পাশাপাশি এনডিএ সরকারকে আক্রমণ করে লালু-পুত্র তেজস্বী যাদব বলেছেন, ‘‘এনডিএ সরকারের ব্যর্থতা তুলে ধরার জন্য গয়া থেকে পাটনা পর্যন্ত ‘এনডিএ ভাগাও, বেটি বাঁচাও সাইকেল মার্চ’-এর আয়োজন করা হবে| আমার বিশ্বাস মানুষ আমাদের সমর্থণ করবে|’