নয়াদিল্লি, ২৪ জুলাই (হি.স.): দেশজুড়ে গণপিটুনির মতো ঘটনা ক্রমশ বেড়েই চলেছে| ক্রমবর্ধমান গণপিটুনির ঘটনার প্রতিবাদে সংসদ চত্বরে ধর্না প্রদর্শন করলেন তৃণমূল সাংসদরা| এছাড়াও সংসদ ভবনের প্রবেশদ্বারে সামনে সিপিএম সাংসদেরা বিক্ষোভ প্রদর্শন করেন, পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে, এই দাবিতে সরব হন সিপিএম সাংসদেরা| সম্প্রতি রাজস্থানে গণপিটুনির ঘটনায় উত্তাল দেশ| এমতাবস্থায় গণপিটুনির ঘটনার প্রতিবাদে সংসদ চত্বরে ধর্না প্রদর্শন করলেন তৃণমূল সাংসদরা| সংসদ চত্বরে গান্ধী মূর্তির পাদদেশে হাতে প্ল্যাকার্ড নিয়ে ধর্না প্রদর্শন করেন তৃণমূল সাংসদরা| উপস্থিত ছিলেন, সুদীপ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়, ডেরেক ও’ব্রায়েন, প্রসূন বন্দ্যোপাধ্যায়, মণীশ গুপ্তা, প্রতীমা মণ্ডল প্রমুখরা| গণপিটুনি বন্ধ করতে হবে, ঘৃণ্য রাজনীতি বন্ধ করতে হবে-প্রভৃতি দাবিতে সরব হন তৃণমূল সাংসদরা|
অন্যদিকে, অন্ধ্রপ্রদেশের বিশেষ মর্যাদার দাবিতে এদিনও ধর্না প্রদর্শন করলেন তেলুগু দেশম পার্টি (টিডিপি)-র সাংসদরা| টিডিপি সাংসদ জয়দেব গাল্লা সহ সমস্ত সাংসদরাই উপস্থিত ছিলেন ধর্না প্রদর্শনের সময়| সংসদ ভবনের প্রবেশদ্বারের সামনে এদিন ধর্না প্রদর্শন করেন সিপিএম সাংসদেরা|