শাহজাহানপুর, ২১ জুলাই (হি.স.): কৃষকদের কঠোর পরিশ্রমকে মর্যাদার বিষয়টি অগ্রাধিকার দিচ্ছে সরকার। আর সেই জন্যই আঁখ চাষীদের সুবিধার্থে একাধিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। কৃষক র্যালি উপলক্ষ্যে উত্তরপ্রদেশের শাহজাহানপুরের রোজা রেলওয়ে গ্রাউন্ডে বক্তব্য রাখতে গিয়ে এমনই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
শনিবার নিজের ভাষণে প্রধানমন্ত্রী বলেন, কৃষকদের কঠোর পরিশ্রমকে মর্যাদার বিষয়টি নিশ্চিত করতে কেন্দ্রীয় সরকার এবং উত্তরপ্রদেশ সরকার অগ্রাধিকার দিচ্ছে। আর সেই কারণে আঁখ চাষীদের সুবিধার্থে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অনাস্থা প্রস্তাব প্রসঙ্গে বলতে গিয়ে এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, গতকাল সংসদে আমি ওনাদের জিজ্ঞাসা করেছিলাম সত্যি করে বলুন তো অনাস্থা প্রস্তাব আনার কারণটা কি? কি কারণটা না বলতে পেরে আমায় জড়িয়ে ধরল।
উত্তরপ্রদেশের আগের সরকারগুলির বিরুদ্ধে তোপ দেগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, অহংঙ্কার, দম্ভ আর দমনের সংস্কার আজকালকার ভারতের যুবসম্প্রদায় সহ্য করার জন্য তৈরি নয়। সেটা সাইকেল হোক বা হাতি বা যে কেউ হতে পারে স্বার্থান্বেষী এই জোটের মানসিকতা কি তা বোঝা গিয়েছে।