নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ১৯ জুলাই৷৷ রাজ্যের পরিবহন দপ্তরের উদ্যোগে সাধারণ যাত্রীভাড়া বৃদ্ধির প্রতিবাদে আজ কদমতলা চুরাইবাড়ি রোডে অবরোদ করে কলেজ পড়ুয়া ছাত্র- ছাত্রীরা৷ তাতে সাধারণত নাজেহার যাত্রীরা৷ সকাল ৯টা থেকে হঠাৎ অনির্দিষ্ট কালের জন্য রাস্তা অবরোধ করে ছাত্র-ছাত্রীরা৷ আর তাতে সামিল হয়ে কদমতলা বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও দিনমজুরা৷ পূর্ব ঘোষণা অনুযায়ী রাজ্যে পরিবহন দপ্তর কুড়ি শতাংশ হারে ভাড়া বৃদ্ধি করা হয়৷ আর তা কার্যকর হতেই মাঠে নামে ছাত্রসমাজ৷ পিছিয়ে নেই সাধারণ যাত্রী ও দিনমজুররাও৷ কদমতলা থেকে ধর্মনগর পর্যন্ত এতোদিন ডিজেল অটোগুলোতে ভাঢ়া ছিল ১০ টাকা৷ এখন সেই জায়গায় ভাড়া বেড়ে হয়েচে ২৭ টাকা৷ তাই হঠাৎ করে একলাখে তিনগুণ ভাড়া বৃদ্ধি পাওয়ায় যাত্রীরা একেবারে নাজেহাল৷ এরই পরিপ্রেক্ষিতে আজ রাস্তা অবরোধ নামে বিভিন্ন মহল৷ প্রায় দুঘন্টা রাস্তা অবরোধ করার পর কদমতলা থানার ওসি এবং ব্লক আধিকারিক ছুটে আসেন৷ কিন্তু তাতে কোন কাজ হয়নি৷ অপরদিকে কদমতলার অদূরে বড়গুন এলাকাতেও এখই ভাবে পথচারীরা রাস্তা অবরোধ করেন৷ একই দাবি নিয়ে সকাল থেকে বড়গুন এলাকাতে রাস্তা অবরোদে নামেন নারী পুরুষ এবং ছাত্র-ছাত্রীরা৷ এদিকে কদমতলাতে রাস্তা অবরোধের পরই দুদিকে গাড়ির লাইন লেগে যায়৷ আশেষে ধর্মনগর থেকে মহকুমা পুলিশ অধিকারিক ও মহকুমা শাষক অবরোধস্থলে ছুটে আসেন এবং অবরোধকারীদের কথা বলেন, যে উর্দ্ধতন কর্তৃপক্ষ ও জেলার পরিবহন আধিকারিক এর সঙ্গে কথা বলবেন এবং কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রীদের জন্য বাস সার্ভিস চালুর ব্যবস্থা করার আশ্বাস দেন৷ তারপরই অবরোধ তুলে নেওয়া হয়৷