BRAKING NEWS

বিজেপির মানসিকতা নিচু, মন্তব্য শশীর

তিরুবনন্তপুরম, ১৭ জুলাই (হি.স.): তার ‘হিন্দু পাকিস্তান’ মন্তব্য নিয়ে গোটা দেশজুড়ে বিতর্ক এখনও অব্যাহত। এরই মধ্যে ফের বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন কংগ্রেস সাংসদ শশী থারুর। বিজেপির মানসিকতা নিচু বলে কটাক্ষ করছেন তিনি।
মঙ্গলবার শশী থারুর বলেন, ধর্মের নামে বিজেপি গোটা দেশকে ভাগ করতে চাইছে। ধর্মীয় মেরুকরণের নামে বিজেপি নির্বাচন করতে চাইছে। রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেস দল দেশের সমস্যার সমাধানের জন্য লড়াই চালিয়ে যাচ্ছে। ধর্মের ছোঁয়া বাঁচিয়ে কংগ্রেস বরাবর চলেছে। কারণ তাতে বিজেপির স্বার্থনিহিত রয়েছে।
কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দেগে শশী থারুর বলেন মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, কৃষকদের সমস্যার সমাধানের ক্ষেত্রে পুরোপুরি ব্যর্থ হয়েছে কেন্দ্রীয় সরকার। প্রতিশ্রুতি পালন তারা করতে পারেনি।
প্রসঙ্গত, সম্প্রতি শশী থারুরে হিন্দু পাকিস্তান মন্তব্যের জেরে গোটা দেশজুড়ে নিন্দার ঝড় ওঠে। এর প্রেক্ষিতে সোমবার তিরুবনন্তপুরমে শশী থারুরের কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখায় বিজেপির যুব সংগঠন। দলীয় কর্যালয়ের মধ্যে থাকা ফ্লেক্স, ব্যানারে আলকাতরা লেপে দেয় বিক্ষোভকারীরা। কিন্তু এরপরেও ক্ষমা চাইতে নারাজ শশী থারুর। পাল্টা বিজেপির নিন্দায় মুখর হন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *