পাটনা, ১৬ জুলাই (হি.স.): বাদল অধিবেশনের আগে বিহারের বিশেষ মর্যাদার দাবিতে সরব হলেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। রাজ্যের সমস্ত রাজনৈতিক দল বিহারের বিশেষ মর্যাদাকে সমর্থন জানিয়েছে বলে জানিয়েছেন তিনি। এই বিষয়ে ১৫তম অর্থ কমিশনের কাছে বিশেষ মর্যাদার দাবির জন্য আহ্বান জানানো হবে বলে জানিয়েছেন তিনি।
অন্ধ্রপ্রদেশের বিশেষ মর্যাদার দাবিতে আগেই সরব হয়েছিলেন টিডিপি নেতা তথা মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। এমনকি দাবি না পূরণ হওয়ার জন্য তিনি বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট ছেড়ে বেরিয়ে আসেন। এবার বিহারের জন্য বিশেষ মর্যাদার দাবিতে সরব হলেন জেডিইউ নেতা তথা রাজ্যের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। এদিন তিনি বলেন, রাজ্যের সমস্ত রাজনৈতিক দল বিহারের বিশেষ মর্যাদার দাবিকে সমর্থন জানিয়েছেন। বিশেষ মর্যাদার স্বপক্ষে যুক্তি রয়েছে। আর তা ভিত্তি করে আমরা আমাদের দাবি করে যাব। ২০০৬ সাল থেকে বিহারের বিশেষ মর্যাদার দাবি আমরা করে আসছি। ১৪ তম অর্থ কমিশনের রিপোর্টে ইঙ্গিত করা হয়েছে বিহারের বিশেষ মর্যাদার দরকার নেই। তাই আমরা ১৫ তম অর্থ কমিশনের কাছে বিহারের বিশেষ মর্যাদার দাবিটি ফের পেশ করব।
প্রসঙ্গত, সম্প্রতি বিহার সফরে এসেছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। সেখানে তিনি জানিয়ে দিয়েছিলেন জেডিইউ সঙ্গে জোট করেই আগামী নির্বাচন লড়বে বিজেপি। কিন্তু বাদল অধিবেশনের আগে জেডিইউ নেতা তথা রাজ্যের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার বিশেষ মর্যাদা দাবি তুললেন ।