নয়াদিল্লি, ১৬ জুলাই (হি.স.): আসন্ন বাদল অধিবেশনে মহিলা সংরক্ষণ বিল পাশ করানোর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিলেন রাহুল গান্ধী। এই প্রসঙ্গে সোমবার মাইক্র ব্লোগিং সাইট ট্যুইটারে রাহুল গান্ধী লিখেছেন, নারীদের ক্ষমতায়নের সমর্থক হিসেবে নিজেকে পরিচয় দেন প্রধানমন্ত্রী। সময় হয়েছে রাজনীতির উর্দ্ধে উঠে সংসদে মহিলা সংরক্ষণ বিলটি পাশ করানো। এতে কংগ্রেসের শর্তহীন সমর্থন তিনি পাবেন।
এদিন মাইক্র ব্লোগিং সাইট ট্যুইটারে রাহুল গান্ধী মহিলা সংরক্ষণ বিল নিয়ে প্রধানমন্ত্রীকে লেখা চিঠিটি পোস্ট করেন। প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে লেখা চিঠিতে কংগ্রেস সভাপতি লিখেছেন, নারীদের ক্ষমতায়নের প্রসঙ্গে রাজনীতির উর্দ্ধে উঠে আসুন আমরা ঐক্যবদ্ধ হই এবং গোটা দেশকে পরিবর্তনের বার্তা দিই। রাজ্যগুলির বিধানসভা এবং সংসদে মহিলারা নিজেদের ন্যায্য জায়গায় পান। বিভিন্ন সভায় আপনি মহিলাদের ক্ষমতায়ন নিয়ে বলেছেন। মহিলাদের সংরক্ষণ বিলটি পেশ করে আপনি আপনার কথা রাখুন। আসন্ন বাদল অধিবেশন মহিলা সংরক্ষণ বিলটি পাশ করার জন্য রাহুল গান্ধী অনুরোধ করেন। দেরি করলে সাধারণ নির্বাচনের আগে তা কার্যকর করতে অসুবিধা হবে বলে চিঠিতে লিখেছেন তিনি।
প্রসঙ্গত, মহিলা সংরক্ষণ বিল নিয়ে গত বছর চিঠি দিয়েছিলেন কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সোনিয়া গান্ধী আর এবার ওই একই ইস্যুতে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। কংগ্রেস আমলে রাজ্যসভায় এই বিলটি পাশ করানো গেলেও লোকসভায় গিয়ে সমাজবাদী পার্টি এবং আরজেডির বিরোধিতায় তা আটকে যায়। মহিলা সংরক্ষণ বিলটি যদি পাশ হয়ে যায় তবে রাজ্যগুলির বিধানসভায় এবং লোকসভায় ৩৩ শতাংশ আসন সংরক্ষিত হবে মহিলাদের জন্য।