আজমগড়, ১৪ জুলাই (হি.স.): তিন তালাক প্রসঙ্গ তুলে বিরোধীদের নিন্দায় সরব হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এইসব দলগুলির মুখোশ খুলে গিয়েছে। একদিকে যখন কেন্দ্র মহিলাদের জীবন সহজ করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। তখন এইসব দলগুলি ঐক্যবদ্ধ ভাবে মহিলাদের বিশেষ করে মুসলমান মহিলাদের জীবন কঠিন করে দেওয়ার জন্য তৎপর হয়ে উঠেছে বলে জানিয়েছেন তিনি।
শনিবার বারাণসী থেকে হেলিকপ্টারে করে আজমগড় আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে ৩৪০ কিলোমিটার বিস্তৃত পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের ভিত্তিপ্রস্তরে শিলান্যাস করেন তিনি। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেস বিরোধীদের নিন্দায় মুখর হয়ে প্রধানমন্ত্রী বলেন, তিন তালাক প্রসঙ্গে এই সব রাজনৈতিক দলগুলির অবস্থান তাদের মুখোশ খুলে দিয়েছে। কেন্দ্র যখন একদিকে মহিলাদের জীবন সহজ করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। তখন এইসব দলগুলি মহিলাদের বিশেষ করে মুসলিম মহিলাদের জীবন জটিল করার জন্য উঠে পড়ে লেগেছে।
কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে বিঁধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, সংবাদপত্র পড়ে আমি জানতে পারলাম কংগ্রেস সভাপতি বলেছেন যে কংগ্রেস হচ্ছে মুসলিমদের দল। এতে আমি অবাক হইনি। আমি শুধু জানতে চাই তাদের দলটি কি শুধুমাত্র মুসলিম পুরুষদের জন্য নাকি মহিলাদের জন্যও?সংসদে আইনের কণ্ঠরোধ করে এরা বসে পড়ে।
নাম না করে সমাজবাদী পার্টি এবং বহুজন সমাজ পার্টি মধ্যে তৈরি হওয়া রাজনৈতিক ঐক্যকে খোঁচা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, যারা আগে একে অন্যের মুখ দেখতো না। এখন মিলেমিশে মোদী মোদী বলে চিৎকার করছে। এদের মধ্যে অনেকেই জামিনে মুক্ত। পরিবারতন্ত্র রাজনীতি উন্নয়নের পথে বাঁধা হয়ে দাঁড়িয়েছে।