BRAKING NEWS

গোয়ায় তথ্যপ্রযুক্তি হাব গড়ে তোলার পক্ষে সওয়াল মুখ্যমন্ত্রী পারিক্করের

পানাজি, ১৪ জুলাই (হি.স.) : ইতিবাচক মানসিকতা নিয়ে গোয়ায় তথ্যপ্রযুক্তি হাব গড়ে তোলার পক্ষে সওয়াল করলেন মুখ্যমন্ত্রী মনোহর পারিক্কর।

শনিবার গোয়ায় তথ্যপ্রযুক্তি দিবস উপলক্ষ্যে এক সভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী মনোহর পারিক্কর জানিয়েছেন, বিভিন্ন ক্ষেত্রে গোয়া উল্লেখজনক কাজ করেছে। তথ্যপ্রযুক্তির ক্ষেত্রেও আমরা ভাল করব বলে আমি মনে করি। ছোট রাজ্য হওয়া সত্বেও আমরা বহু প্রতিভাবানদের তৈরি করেছি। সেই প্রতিভাগুলিকে ধরে রাখার জন্য ইতিবাচক মানসিকতা নিয়ে গোয়াকে তথ্যপ্রযুক্তি হাবে পরিমণ করতে হবে।

তার আমলে রাজ্যের সাফল্যে খতিয়ান তুলে ধরে মুখ্যমন্ত্রী মনোহর পারিক্কর বলেন, তারই আমলে পড়ুয়াদের ল্যাপটপ দেওয়ার প্রথা চালু করা হয়। এখন হাইয়ার সেকেন্ডারি এবং কলেজের পড়ুয়াদের ল্যাপটপ এবং কম্পুটার দেওয়াটা এখন রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু যখন এই বিষয়ে কেউ ভাবেনি তখন গোয়াই গোটা দেশকে পথ দেখিয়েছিল। মাত্র ৫০০ টাকার বিনিময় পড়ুয়াদের ল্যাপটপ দেওয়ার পদক্ষেপ সবার প্রথমে গোয়াই নিয়েছিল। তথ্যপ্রযুক্তিকে রাজ্যে বিকোশিত করার জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছিল। ছোট রাজ্য হওয়া সত্বেও আমারা বিজ্ঞান, সঙ্গীত, শিল্পে উল্লেখজনক কাজ করেছি। তবে কেন আমরা তথ্যপ্রযুক্তিতে নিজেদের বিকোশিত করতে পারব না। বহু গোয়ান গোটা দেশে তথ্যপ্রযুক্তির ক্ষেত্রে উল্লেখজনক কাজ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *