নয়াদিল্লি, ১০ জুলাই (হি.স.): উত্তরপ্রদেশের ঐতিহ্যশালী শহর এলাহাবাদের নাম পরিবর্তন করে প্রয়াগ করার দাবিতে এবার সরব হলেন বর্ষীয়ান বিজেপি সাংসদ সুব্রাহ্মনিয়াম স্বামী। এই বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হস্তক্ষেপ দাবি করেন তিনি।
সোমবার উত্তরপ্রদেশের স্বাস্থ্যমন্ত্রী সিদ্ধার্থনাথ সিং রাজ্যে ঐতিহ্যশালী শহর এলাহাবাদের নাম পরিবর্তন করে প্রয়াগ করার জন্য রাজ্যপাল রাম নায়েককে আবেদন জানিয়ে চিঠি লিখেছেন। বিজেপি সাংসদ সুব্রাহ্মনিয়াম স্বামী বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখন কেন্দ্রকে সুপারিশ করেছিলেন। সেই সুপারিশে তিনি জানিয়েছিলেন এলাহাবাদের নাম পরিবর্তন করে কর্ণাবতী নাম রাখা হোক। এখন তিনি প্রধানমন্ত্রী। নিমেষের মধ্যে তিনি নাম পরিবর্তন করে দিতে পারেন। তিনি তা এখন করছেন না কেন? মুঘল এবং ব্রিটিশেরা যেসব জায়গার নাম রেখেছিলেন তা পরিবর্তন করা উচিত এবং পুরনো নাম ফিরিয়ে আনা হোক।
প্রসঙ্গত, উত্তরপ্রদেশের ঐতিহ্যবাহী শহর এলাহাবাদের নাম পরিবর্তন করে প্রয়াগ করার জন্য সোমবার সওয়াল করেছিলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী সিদ্ধার্থনাথ সিং।
বোম্বের নাম পাল্টে মুম্বই করার ক্ষেত্রে তৎকালীন সাংসদ রাম নায়েক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এখন তিনি উত্তরপ্রদেশের রাজ্যপাল। সেই প্রসঙ্গ তুলে সোমবার সিদ্ধার্থনাথ সিং বলেছিলেন, বোম্বের নাম পাল্টে মুম্বই করার ক্ষেত্রে রাজ্যপাল রাম নায়েক সাহায্য করেছিলেন। এলাহাবাদের নাম পাল্টে প্রয়াগ করার বিষয়ে বিবেচনা করার জন্য আমি তাঁর কাছে লিখিত ভাবে আবেদন জানিয়েছি।
আগামী বছর কুম্ভ মেলার আগে উত্তরপ্রদেশ সরকার এলাহাবাদের নাম পাল্টে প্রয়াগ করার জন্য পদক্ষেপ গ্রহণ করতে পারে। ভারতে অন্যতম প্রাচীন শহর হচ্ছে এই এলাহাবাদ। সরস্বতী, গঙ্গা, যমুনা এক সঙ্গে মিশে গিয়েছে এই এলাহাবাদে। প্রতি ১২ বছর অন্তর কুম্ভ মেলা আয়োজন করার জন্যও বিখ্যাত এই এলাহাবাদ।
এর আগে বম্বে, মাদ্রাজ, বেঙ্গালর, ক্যালকাটার নাম পরিবর্তন করে রাখা হয় মুম্বই, চেন্নাই, বেঙ্গালুরু, কলকাতা।