বাঘপত (উত্তর প্রদেশ), ৯ জুলাই (হি.স.): চাঞ্চল্যকর ঘটনা| বিজেপি বিধায়কের কাছ থেকে তোলাবাজি সংক্রান্ত মামলায় নিম্ন আদালতের নিয়ে যাওয়ার প্রাক্কালেই খুন হলেন কুখ্যাত গ্যাংস্টার প্রেম প্রকাশ সিং ওরফে মুন্না বজরঙ্গি| সোমবার সকাল ৬.৩০ মিনিট নাগাদ উত্তর প্রদেশের বাঘপত জেলা কারাগারের ভিতরেই খুন হলেন গ্যাংস্টার মুন্না বজরঙ্গি| জেলা কারাগারের ভিতরে কিভাবে এই ধরনের ঘটনা ঘটল সে বিষয়ে তৈরি হয়েছে রহস্য| ইতিমধ্যেই সাসপেন্ড করা হয়েছে বাঘপত জেলা কারাগারের জেলর, ডেপুটি জেলর সহ চারজন জেলরক্ষীকে| ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ| উদ্বেগের সঙ্গে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ‘বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এবং জেলা কারাগারের পদির্শককে সাসপেন্ড করা হয়েছে| কারাগারের ভিতরেই এই ধরনের ঘটনা খুবই চিন্তার বিষয়| কারও বিরুদ্ধে যদি দোষ প্রমাণিত হয়, তবে কড়া ব্যবস্থা নেওয়া হবে|’
রবিবারই ঝাঁসি জেল থেকে বাঘপত জেলা কারাগারে নিয়ে আসা হয়েছিল কুখ্যাত গ্যাংস্টার মুন্না বজরঙ্গিকে| বিজেপি বিধায়ক লোকেশ দীক্ষিত-এর কাছ থেকে তোলা আদায় সংক্রান্ত মামলায় সোমবার নিম্ন আদালতে পেশ করার কথা ছিল মুন্নাকে| আদালতে নিয়ে যাওয়ার প্রাক্কালেই সোমবার সকাল ৬.৩০ মিনিট নাগাদ কারাগারের ভিতরেই খুন হন গ্যাংস্টার মুন্না বজরঙ্গি| এডিজি (বন্দী) জানিয়েছেন, ‘সুনীল রাঠী এবং মুন্নার মধ্যে বিবাদ চলছিল, এরই মধ্যেই মুন্নাকে গুলি করে হত্যা করে সুনীল| সুনীলকে আটক করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদ করা হচ্ছে| জেলর, ডেপুটি জেলর,ওয়ার্ডেন এবং হেড ওয়ার্ডেনকে সাসপেন্ড করা হয়েছে|’ গ্যাংস্টার মুন্নার আইনজীবী ভি শ্রীবাস্তব জানিয়েছেন, ‘রবিবার রাতে ঝাঁসি থেকে বাঘপত জেলা কারাগারে নিয়ে আসা হয়েছিল মুন্না বজরঙ্গিকে| সোমবার সকাল ৬.৩০ মিনিট নাগাদ এক অপরাধী তাকে গুলি করে হত্যা করেছে| কিছু দিন আগেই উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রীকে আমরা অবগত করেছিলাম, গ্যাংস্টার মুন্না বজরঙ্গির প্রাণ নিয়ে সংশয় রয়েছে|’