শিলং, ৯ জুলাই (হি.স.) : উত্তর-পূর্বাঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়নে কেন্দ্রীষ় সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এই অঞ্চলের মানুষ আধুনিক ভারত গড়তে লাগাতার উল্লেখযোগ্য অবদান রেখে চলেছেন। এতদঞ্চলের যুবসমাজ প্রতিটি ক্ষেত্রে তাঁদের প্রতিভা প্রদর্শন করছেন। তাই উত্তর-পূর্বাঞ্চলকে আর পশ্চাদপদ থাকতে হবে না। বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। আজ সোমবার শিলঙে স্টেট কনভেনশন সেন্টারে আয়োজিত উত্তরপূর্ব পরিষদের ৬৭তম পূর্ণাঙ্গ অধিবেশনে বক্তব্য পেশ করতে গিয়ে পরিষদের চেয়াম্যান হিসেবে এ কথাগুলি বলছিলেন রাজনাথ সিং।
আজকের অধিবেশনে বক্তব্য পেশ করেছেন অসম, মেঘালয়, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, মণিপুর, সিকিম, মিজোরাম এবং ত্রিপুরার রাজ্যপাল ছাড়াও এনইসি-র সদস্য আট রাজ্যের মুখ্যমন্ত্রীরা। অধিবেশনে বক্তব্য পেশ করেছেন ডেভেলপমেন্ট অব নর্থ-ইস্টার্ন রিজিওন (ডোনার) দফতরের মন্ত্রী তথা এনইসি-র ভাইস চেয়ারম্যান ড. জীতেন্দ্র সিং।
অধিবেশনে ভাষণ দিতে গিয়ে এনইসি-র চেয়ারম্যান রাজনাথ সিং বলেন, উত্তরপূর্বের আটটি রাজ্যের পরিকাঠামোকে মজবুত করতে লাগাতার চেষ্টা চলছে। উৎপাদন, বাণিজ্য, পর্যটন, দক্ষতা উন্নয়ন, নগর পুনর্নবীকরণ, স্মার্টসিটি এবং ‘মেক ইন ইন্ডিয়া’ সেক্টরে জোর দেওয়া হচ্ছে। তাছাড়া ভারত ও আসিয়ান দেশগুলির সঙ্গে সংযোগ স্থাপনের জন্য সরকার \”অ্যাক্ট ইস্ট পলিসি\” হাতে নিয়েছে। এর উদ্দেশ্য বোঝাতে একটি বৃহৎ রোডম্যাপ প্রস্তুত করতে এনইসির পদাধিকারীদের পদক্ষেপ নিতে বলেছেন সিং। তিনি আশা প্রকাশ করেন, নতুন প্রবর্তিত নিতি ফোরাম এক্ষেত্রে মুখ্য ভূমিকা নিতে সক্ষম হবে। এতে সীমাবদ্ধতা চিহ্নিত করে অঞ্চলের উন্নয়ন ত্বরান্বিত হবে বলেও মনে করেন চেয়ারম্যান রাজনাথ সিং।
এ প্রসঙ্গে তিনি সংশ্লিষ্ট রাজ্যের মুখ্যমন্ত্রীদের এই সুযোগের সদ্ব্যবহার করতে অনুরোধ জানিয়েছেন। বলেছেন, নর্থ-ইস্ট ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট স্কিম (এনইআইডিএস) ২০১৭-এর বলে এ কাজ করলে লক্ষ্য পূরণে যথেষ্ট সহায়তা হবে। রাজনাথ বলেন, চলতি বছরের মার্চে প্রধানমন্ত্রীর পৌরোহিত্যে অনুষ্ঠিত কেন্দ্রীয় ক্যাবিনেট বৈঠকে উত্তর-পূর্বাঞ্চলে শিল্পপ্রতিষ্ঠান গড়ে তুলতে তিন হাজার কোটি টাকার মঞ্জুরি দেওয়া হয়েছে। তাই এই সুবিধা গ্রহণ করে ২০২০ সালের মধ্যে তা বাস্তবায়িত করতে আট রাজ্যের মুখ্যমন্ত্রীদের বলেছেন তিনি।
অসম, মেঘালয়, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ এবং মণিপুরে নিরাপত্তাজনিত পরিস্থিতির যথেষ্ট উন্নতি হয়েছে বলে তিনি মন্তব্য করেন ত্রিপুরা, মিজোরাম এবং সিকিম এমনিতেই সন্ত্রাসমুক্ত শান্ত রাজ্য বলে অধিবেশনে জানান রাজনাথ সিং। তবে মেঘালয় থেকে সশস্ত্র বাহিনী বিশেষ ক্ষমতা আইন (আফসপা) পুরোপুরি প্রত্যাহার সম্পর্কে সময় সময় পর্যালোচনা চলছে।