BRAKING NEWS

এক দেশ এক নির্বাচন বিধিকে সমর্থন সপা, টিআরএসের, বিরোধিতা ডিএমকের

নয়াদিল্লি, ৮ জুলাই (হি.স.): এক দেশ এক নির্বাচন বিধি নিয়ে দ্বিধাবিভক্ত দেশের রাজনৈতিক মহল। এক দেশ এক নির্বাচন বিধিকে উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টি, তেলেঙ্গানার টিআরএস স্বাগত জানালেও এই বিধির বিরোধিতা করেছে ডিএমকে।
রবিবার দিল্লিতে ল’ কমিশনের সঙ্গে বৈঠকের পর সমাজবাদী পার্টির নেতা রামগোপাল যাদব বলেন, এক দেশ এক নির্বাচন বিধির পক্ষে সমাজবাদী পার্টি। কিন্তু তা ২০১৯ সালেই শুরু করতে হবে। যদি কোনও নির্বাচিত জনপ্রতিনিধি নির্বাচনের পর দল বদল করার চেষ্টা করে বা ঘোড়া কেনাবেচার সঙ্গে যুক্ত হয় তবে তার বিরুদ্ধে যেন কঠোর পদক্ষেপ নেওয়া হয়।
ল’ কমিশনকে লেখা চিঠিতে অনেকটা একই কথা জানিয়েছেন টিআরএস নেতা তথা তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। এক দেশ এক নির্বাচন বিধিকে সমর্থন জানিয়ে কে চন্দ্রশেখর রাও লিখেছেন, একই সঙ্গে কেন্দ্র ও সমস্ত রাজ্যগুলির নির্বাচনের স্বপক্ষে টিআরএস।
অন্যদিকে, এক দেশ এক নির্বাচন বিধির বিরোধিতা করল ডিএমকে। ল’ কমিশনকে লেখা চিঠিতে ডিএমকের কার্যনির্বাহী সভাপতি এম কে স্ট্যালীন লিখেছেন, একই সঙ্গে লোকসভা এবং সমস্ত রাজ্যগুলির বিধানসভায় নির্বাচন অনুষ্ঠিত হলে তা হবে সংবিধানের মূল ভিত্তির পরিপন্থী।
প্রসঙ্গত, শনিবার ল’ কমিশনের বৈঠকে এক দেশ এক নির্বাচন বিধির বিরোধিতা করে তৃণমূল কংগ্রেস, গোয়ার ফরওয়ার্ড পার্টি। পাশাপাশি শিরোমণি অকালি দল, বিজেপি, এআইএডিএমকে এক দেশ এক নির্বচন বিধিকে সমর্থন জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *