নয়াদিল্লি,৮ জুলাই (হি.স.): আগামী বছর লোকসভা নির্বাচন। তার আগে দলের রণকৌশল কি হবে তা ঠিক করতে রবিবার রাজধানী দিল্লিতে বৈঠকে বসে জনতা দল ইউনাইটেডের শীর্ষ নেতৃত্ব।
এই বৈঠকে যোগ দেন দলের সভাপতি তথা বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। লোকসভা নির্বাচনে বিহারে জোট শরিক বিজেপির সঙ্গে আসন সমঝোতা সহ একাধিক বিষয়ে এই বৈঠকে আলোচনা করা হয়। নির্বাচনে বিহারে এনডিএ মুখ যে নীতীশ কুমার হবেন তা এদিনের বৈঠকে ঠিক হয়। সম্প্রতি লোকসভা নির্বাচনে আসন বন্টন নিয়ে জোট শরিক বিজেপি সঙ্গে জেডি(ইউ)-র মধ্যে দুরত্ব তৈরি হয়।সেই বিষয়টিও এই বৈঠককে আলোচনা হয়।
বৈঠকের পর দলের প্রধান সম্পাদক সঞ্জয় ঝাঁ জানিয়েছেন, ২০১৯ সালের নির্বাচনের কথা মাথায় রেখে দলের জাতীয় সভাপতিকে রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে। আগামী নির্বাচনগুলিতে দলের কি রণকৌশল হবে তা সিদ্ধান্ত নেওয়া হয়।
জনতা দল ইউনাইটেডের নেতা কে সি ত্যাগী জানিয়েছেন, দুর্নীতিগ্রস্ত দল আরজেডি সম্পর্কে কংগ্রেস আগে নিজেদের মনোভাব স্পষ্ট করা। তা না হলে কংগ্রেসের সঙ্গে কোনও রকম সম্পর্ক নয়। একই সঙ্গে কেন্দ্র ও সমস্ত রাজ্যের বিধানসভা নির্বাচন প্রক্রিয়াকে আমরা সমর্থন করি। কিন্তু তা কার্যকর করাটা খুব কঠিন। যেহেতু এতে জনগণের টাকা বাঁচবে তাই এই বিধিকে আমরা সমর্থন জানিয়েছি। মণিপুর, রাজস্থান, মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়ে জনতা দল ইউনাইটেড একক ভাবে নির্বাচনে লড়াই করবে বলেও সিদ্ধান্ত হয় এদিনের বৈঠকে ।