
ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ (ডিআইজি) সুন্দররাজ পি জানিয়েছেন, মাওবাদী দমন অভিযান চলাকালীন পেডাডাব্বা গ্রামের সন্নিকটে জঙ্গল সংলগ্ন এলাকা ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী| তখনই মাওবাদীরা ইম্প্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণ ঘটায়| এরপরই শুরু হয় গুলির লড়াই, দীর্ঘ অভিযানে খতম হয়েছে তিনজন মাওবাদী| মাওবাদী দমন অভিযান চলাকালীন পাল্টা হামলায় আহত হয়েছেন ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড (ডিআরজি)-এর একজন জওয়ান| শেষ পাওয়া খবর অনুযায়ী, গোটা এলাকা ঘিরে চিরুনি তল্লাশি চালাচ্ছে নিরাপত্তা বাহিনী|