BRAKING NEWS

অাবহাওয়ার দু:স্বপ্ন কাটিয়ে ফের শুরু অমরনাথ যাত্রা, বন্ধ বালতাল রুট

শ্রীনগর, ৬ জুলাই (হি.স.) : এবারের অমরনাথ যাত্রার শুরু থেকে ছিল আতঙ্ক৷ দু:স্বপ্ন কাটিয়ে যাত্রীরা ফের যাত্রা শুরু করলেন৷ অাবহাওয়ার কারণে দুর্ঘটনার জেরে মৃত্যু, তা থেকে স্বাভাবিকভাবেই ছড়িয়ে ছিল আতঙ্ক৷ বন্ধ রাখা হয়েছে বালতাল রুট৷ যাত্রীরা ফের যাত্রা শুরু করলেন অমরনাথের পথে৷ তবে আংশিক ভাবে শুক্রবার পহেলগাঁও থেকে যাত্রা শুরু হয়েছে৷
বুধবার থেকে পাহাড়ে ধসের কারণে বন্ধ হয়ে যায় যাত্রী চলাচল৷ দুটি রুটেই নিরাপত্তার কারণে বন্ধ করে দেওয়া হয় অমরনাথ যাত্রা৷ পরে রাস্তা ধীরে ধীরে খোলা হয় পহেলগাঁও রুটে৷ পাথর সরিয়ে রাস্তা পরিস্কার করে যাত্রী চলাচললের যোগ্য করা হয়৷ তবে খুব সাবধানে ও সতর্কতার সাথে যাত্রীদের নিয়ে যাওয়া হচ্ছে বলে জানা গিয়েছে৷ কারণ আবহাওয়া এখনও প্রতিকৃল৷ টানা বৃষ্টি সঙ্গী পুণ্যার্থীদের৷ ফলে ধসের আশঙ্কা এখনও রয়েছে৷
শ্রী অমরনাথ শ্রাইন বোর্ডের মুখপাত্র জানান দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলার পহেলগাঁও থেকে যাত্রা শুরু হয়েছে৷ তবে মধ্য কাশ্মীরের গান্ডেরবাল জেলার বালতাল থেকে যাত্রীদের এখনও যাত্রার অনুমতি দেওয়া হয়নি৷ মঙ্গলবারের দুর্ঘটনার পরে বুধবার থেকেই বন্ধ ছিল অমরনাথ যাত্রা৷ বালতাল ও পহেলগাঁও বেসক্যাম্প থেকে নতুন কোনও যাত্রীদলকে আর অমরনাথের উদ্দেশে আপাতত যেতে দেওয়া হচ্ছিল না৷ যারা ইতিমধ্যেই রাস্তায় ছিলেন, তাদের সাহায্যের জন্য নামানো হয়েছে সেনা৷
মঙ্গলবার বালতাল যাওয়ার পথে ব্রারিমার্গে বিরাট ধস নামে৷ মৃত্যু হয় পাঁচজনের৷ আহত তিনজন৷ আহতদের সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ মঙ্গলবার সন্ধ্যে ছ’টা নাগাদ আবহাওয়া অত্যন্ত খারাপ হয়ে পড়ে৷ শুরু হয় প্রবল বৃষ্টি৷ তার জেরেই বালতালের চারটি জায়গায় ধস নামে৷ এরমধ্যে তিনটি ধস বালতাল ক্যাম্প এলাকাতেই হয়৷ কিন্তু সেখানে হতাহতের কোনও খবর মেলেনি৷অমরনাথযাত্রীদের পায়ে হেঁটে যাওয়ার পথ রেল পথরিতে একটি ভয়াবহ ধস নামে৷ উপর থেকে মাটি ও পাথর ধসে পড়তে শুরু করে হঠাৎই৷ সেই মাটির নিচেই চাপা পড়ে যান বহু অমরনাথযাত্রী৷ সেনা ও এনডিআরএফ-এর যৌথ অভিযানে মাটি চাপা পড়া যাত্রীদের উদ্ধার করা সম্ভব হয়৷
প্রসঙ্গত, গত ২৭ জুন এবছরের অমরনাথ যাত্রা শুরু হয়। তবে প্রবল বর্ষণের জন্য বালতাল বেসক্যাম্পে একদিন আটকে যান তীর্থযাত্রীরা। প্রায় ২ লক্ষ মানুষ অমরনাথ যাত্র করছেন। যাত্রা শেষ হচ্ছে ২৬ অগাস্ট রাখী পূর্ণিমার দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *