রামেশ্বরম, ৫ জুলাই (হি.স.): আন্তর্জাতিক জলসীমা অতিক্রম করে শ্রীলঙ্কা টেরিটোরিয়ালে মাছ ধরার দায়ে তামিলনাড়ুর বাসিন্দা ১২ জন ভারতীয় মত্স্যজীবীকে গ্রেফতার করল শ্রীলঙ্কা নৌবাহিনী| পাশাপাশি বাজেয়াপ্ত করা হয়েছে তামিল মত্স্যজীবীদের মাছ ধরার দু’টি যন্ত্রচালিত নৌকাও| ধৃত মত্স্যজীবীদের বাড়ি তামিলনাড়ুর রামেশ্বরমে|
মত্স্য বিভাগের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মণিকন্দন জানিয়েছেন, মাছ ধরার জন্য বুধবার রামেশ্বরম থেকে সমুদ্রের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন অন্তত ৩,০০০ জন মত্স্যজীবী| বৃহস্পতিবার সকালে শ্রীলঙ্কা জলসীমার অন্তর্গত করাইনগরের কাছে তাঁরা মাছ ধরছিলেন| আচমকা হানা দেয় শ্রীলঙ্কা নৌবাহিনী, তখনই গ্রেফতার করা হয় ১২ জন তামিল মত্স্যজীবীকে| পাশাপাশি বাজেয়াপ্ত করা হয়েছে মাছ ধরার দু’টি যন্ত্রচালিত নৌকা| ধৃত মত্স্যজীবীদের শ্রীলঙ্কার কাঙ্গেসান্থুরাই বন্দরে নিয়ে যাওয়া হয়েছে|