নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ জুলাই৷৷ সোমবার সকাল থেকেই রণক্ষেত্রের রূপ ধারণ করে ধর্মনগর৷ বিকেলে সংঘর্ষ থামলেও উত্তেজনা বহা রয়েছে৷ জানা গেছে, বিএমএস এবং শ্রমিক উন্নয়ন মঞ্চের মধ্যে সংঘর্ষ শুরু হয় সোমবার সকালে৷ এই সংঘর্ষে দুই পক্ষেরেই শ্রমিকরাই আহত হয়েছেন৷ সংঘর্ষে এখন পর্যন্ত ৪ জন গুরুতরভাবে আহত হয়েছেন৷ ঘটনাটি মহকুমাশাসক এবং পুলিশের সামনেই হয়েছে৷ প্রথম অবস্থায় পুলিশ এই সংঘর্ষ থামাতে ব্যর্থ হলেও পরে আধাসামারিক বাহিনীর জওয়ানদের নিয়ে বিকেলের দিকে পুলিশ এই সংঘর্ষ থামাতে সমর্থ হয়৷ কিন্তু ততক্ষণে ধর্মনগর উত্তপ্ত হয়ে ওঠে৷ ব্যাপক সংঘর্ষে সাধারণ মানুষের চলাফেরা বন্ধ হয়ে যায়৷ সবাই ঘরমুখি হন৷ দোকানপাট বন্ধ হয়ে যায়৷ রাস্তায় যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে৷ পুলিশ সূত্রে জানা গেছে, এই সংঘর্ষে আহতদের ধর্মনগর জেলা হাসপাতালে চিকিৎসা চলছে৷ গোটা ধর্মনগর জুড়ে পুলিশি তৎপরতা বৃদ্ধি করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে৷ চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের আঘাত গুরুতর৷